এবার ভারতের সাহায্য চাইলেন জেলেনস্কি

দ্য রিপোর্ট ডেস্ক

ডিসেম্বর ২৭, ২০২২, ১২:১৯ পিএম

এবার ভারতের সাহায্য চাইলেন জেলেনস্কি

ইউক্রেনে শান্তি ফেরানোর প্রক্রিয়া বাস্তবায়নে ভারতের সাহায্য চেয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে গতকাল (সোমবার) ফোনালাপে এই সাহায্য চান তিনি। আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

নিজের টুইটে জেলেনস্কি লিখেছেন, ‘ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে ফোনে কথা হয়েছে। জি২০-র সভাপতিত্বের সাফল্য কামনা করি। আমি এই প্ল্যাটফর্মেই শান্তি পদ্ধতি ঘোষণা করেছিলাম। এখন আমি সেই শান্তি পদ্ধতি বাস্তবায়নে ভারতের অংশগ্রহণের ওপর নির্ভর করছি।’

বিশ্বের সবচেয়ে বড় অর্থনীতির প্রথম সারির ২০টি দেশের জোট জি-২০। এই জোটের গত মাসের শীর্ষ সম্মেলনে যুদ্ধ বন্ধে ইউক্রেনের ১০ দফা শান্তি পদ্ধতি গ্রহণের আহ্বান জানিয়েছিলেন জেলেনস্কি। এক বছরের জন্য এ জোটের সভাপতির দায়িত্ব পেয়েছে ভারত।

চলতি বছরের ফেব্রুয়ারি থেকে ইউক্রেন-রাশিয়ার যুদ্ধে জেলেনস্কির দেশকে সমর্থন জানিয়েছে আমেরিকা-সহ বহু পশ্চিমা দেশ। যুদ্ধের মধ্যে সম্প্রতি জেলেনস্কির আমেরিকা সফরেও আবার সে কথা উলে­খ করেছেন সে দেশের প্রেসিডেন্ট জো বাইডেন। দীর্ঘ ১০ মাস পেরিয়ে গেলেও দুই দেশের মধ্যে শান্তি প্রক্রিয়ার বিষয়টি অধরাই থেকে গিয়েছে।

Link copied!