প্রতিবেশি দেশে ভারতে করোনা ভাইরাসের সংক্রমণের হার বেশে উর্ধ্বমুখী। যেন লাফিয়ে লাফিয়ে বাড়ছে কোভিড সংক্রমণ। নতুন ধরন ওমিক্রন আক্রান্তের সংখ্যাও বাড়ছে হু হু করে।
ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্যে দেখা গেছে, স্থানীয় সময় শনিবার (১ জানুয়ারি) সকালের আগের ২৪ ঘণ্টায় দেশটিতে ২২৭৭৫ জন নতুন রোগী শনাক্ত হয়েছে।
এর আগের, ২৪ ঘণ্টায় শনাক্ত হয়েছিল ১৬ হাজার ৭৬৪ জন রোগী। একদিনের ব্যবধানে আক্রান্ত বেড়েছে ৩৫ শতাংশ।
দেশজুড়ে নতুন করে কোভিড রোগীর সংখ্যা বাড়তে থাকায় কর্তৃপক্ষ উদ্বিগ্ন হয়ে উঠেছে।
বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, “দেশটির ঘনবসতিপূর্ণ নগরীগুলোতে খুব দ্রুতগতিতে করোনাভাইরাস আক্রান্তের সংখ্যা বাড়ছে, এসব নগরীর মধ্যে রাজধানী নয়া দিল্লি, বাণিজ্যিক রাজধানী মুম্বাই ও আরেক জনবহুল শহর কলকাতা উল্লেখযোগ্য।”
পশ্চিমবঙ্গে ২৪ ঘণ্টায় শনাক্ত হয়েছে নতুন ৩৪৫০ জন রোগী, এদের মধ্যে অন্তত ১৯৫০ জনকে পাওয়া গেছে রাজ্যের রাজধানী কলকাতায়। রাজ্যটিতে এ পর্যন্ত ১৬ জন ওমিক্রন আক্রান্ত পাওয়া গেছে।