ভারতে মাওবাদী হামলায় নিহত বেড়ে ২২, নিখোঁজ ১

দ্য রিপোর্ট ডেস্ক

এপ্রিল ৫, ২০২১, ১০:৩৭ এএম

ভারতে মাওবাদী হামলায় নিহত বেড়ে ২২, নিখোঁজ ১

 

ভারতে যৌথ বাহিনীর ওপর মাওবাদীদের হামলায়  নিরাপত্তা বাহিনীর ২২ সদস্য নিহত ও এখনও ১ সদস্য নিখোঁজ রয়েছেন। ছত্তিশগড়ের পুলিশ মহাপরিচালক অশোক জুনেজা এ তথ্য নিশ্চিত করেছেন। দেশটির মধ্যাঞ্চলের ছত্তিশগড় রাজ্যের বিজাপুর জেলায় শনিবার(৩ এপ্রিল) এ হামলার ঘটনা ঘটে।

ওইদিন দুপুর ১২টায় একটি যৌথ বাহিনীর ওপর মাওবাদীরা ২ হাজারের বেশি কর্মী নিয়ে হামলা করে। নিরাপত্তা বাহিনী প্রতিরোধ করলে দুই পক্ষের মধ্যে তিন ঘণ্টা গোলাগুলি চলে।

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী ভুপেশ বাঘেলের সঙ্গে কথা বলে পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন বলে জানিয়েছেন। তিনি বিষয়টি যাচাই করতে কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ ফোর্সের (সিআরপিএফ) মহাপরিচালক কুলদিপ সিংকে ছত্তিশগড় সফরের নির্দেশ দিয়েছেন।

কেন্দ্র ও রাজ্য একসঙ্গে লড়াই করবে বলে প্রতিশ্রুতি দেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। কেন্দ্র থেকে প্রয়োজনীয় সকল সহায়তার আশ্বাসও দিয়েছেন তিনি।

গত দশ দিন ধরে মাওবাদীদের শীর্ষ সদস্য মাদভি হিদমার সন্ধান করা হচ্ছিলো। তার সম্পর্কে কিছু তথ্য পেয়েছিল নিরাপত্তা বাহিনী। যিনি ২০১৩ সালে ঝিরাম ঘাতি হত্যাসহ বড় হামলার সঙ্গে যুক্ত ছিলেন।

 

 

Link copied!