ভারতে মাওবাদী হামলায় নিহত ৫, নিখোঁজ ১৫

দ্য রিপোর্ট ডেস্ক

এপ্রিল ৪, ২০২১, ১২:২৯ পিএম

ভারতে মাওবাদী হামলায় নিহত ৫, নিখোঁজ ১৫

ভারতের ছত্তিশগড়  রাজ্যের বিজাপুর জেলায় শনিবার (৩ মার্চ) এক মাওবাদী হামলায় নিরাপত্তা বাহিনীর পাঁচ সদস্য নিহত ও অন্তত ৩০ জন আহত হয়েছেন। এছাড়াও অন্তত ১৫ জন সদস্য এখনও নিখোঁজ রয়েছে।

সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স (সিআরপিএফ), ডিস্ট্রিক্ট রিজার্ভ গার্ড (ডিআরজি) ও স্পেশাল টাস্ক ফোর্সের (এসটিএফ) একটি যৌথ বাহিনীর ওপর মাওবাদী বিদ্রোহীরা গুলি চালাতে শুরু করলে দুই পক্ষের মধ্যে গোলাগুলি শুরু হয়।

স্থানীয় পুলিশ জানায়, এ ঘটনায় সন্দেহভাজন কয়েকজন মাওবাদী বিদ্রোহীও নিহত হয়েছেন।

নিরাপত্তা বাহিনীর যৌথ ওই দলটি নকশালবিরোধী অভিযানে যাওয়ার পর ছত্তিশগড়ের টারেম এলাকায় দুই পক্ষের মধ্যে বন্দুক লড়াই শুরু হয় বলে রাজ্য পুলিশের মহাপরিচালক ডিএম অবস্তী বার্তা সংস্থা পিটিআইকে জানিয়েছেন।

ভারতীয় গণমাধ্যম এনডিটিভি জানায়, মাত্র একদিন আগে রাজ্যটির নারায়ণপুর জেলায় ডিআরজির ২৭ সদস্যকে বহনকারী একটি বাসে মাওবাদীদের হামলায় পাঁচ পুলিশ সদস্য নিহত ও আরও ১৪ জন আহত হয়েছিল।

রাজ্যের কাদেনার থেকে কানহারগাও যাওয়ার পথে মাওবাদীরা বাসটি লক্ষ্য করে বিদ্রোহীরা বিস্ফোরণ ঘটিয়েছিল।

চীনা বিপ্লবের নেতা মাও সেতুং-এর অনুপ্রেরণায় চার দশকের বেশি সময় ধরে ভারত সরকারের বিরুদ্ধে লড়াই চালিয়ে আসছে মাওবাদীরা। বর্গা চাষী, দরিদ্র ও আদিবাসী সম্প্রদায়ের জন্য জমি ও কাজের দাবিতে তাদের এই সশস্ত্র লড়াই।

ভারতের অভ্যন্তরীণ নিরাপত্তার জন্য মাওবাদীদের সবচেয়ে বড় হুমকি হিসেবে ঘোষণা করেছে দিল্লি। কয়েক হাজার সশস্ত্র যোদ্ধা নিয়ে ছত্তিশগড়ের বিশাল পাহাড়ি এলাকা নিয়ন্ত্রণ করে আসছে মাওবাদীরা।

Link copied!