ভারতের মুম্বাইয়ের একটি হাসপাতালে আগুন লেগে ১০ করোনা রোগীর মৃত্যু হয়েছেন, আহত হয়েছেন বেশ কয়েক জন। বৃহস্পতিবার গভীর রাতে লাগা আগুন শুক্রবার সকালে আগুন নিয়ন্ত্রণে আসে। আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাচ্ছে দমকলের বেশ কয়েকটি ইঞ্জিন।
ভারতে করোনাভাইরাস সংক্রমণ অতীতের রেকর্ডকে ছাড়িয়েছে। সংক্রমণের দ্বিতীয় ঢেউয়ে বিপর্যস্ত হয়ে পড়েছে দেশটি।
মুম্বাইয়ের হাসপাতালগুলো করোনা রোগীতে ভর্তি। মুম্বাইয়ের ভান্ডুপে ড্রিমস শপিং মলের মধ্যে থাকা একটি হাসপাতালে ৭০ জন করোনা রোগী চিকিৎসাধীন ছিলেন। বৃহস্পতিবার সাড়ে ১২টা নাগাদ আগুন লাগে। ওই হাসপাতালে আগুন লাগার খবর পেয়েই সেখানে পৌঁছায় ফায়ার সার্ভিসের ২২টি ইউনিট।
এ বিষয়ে পুলিশ অফিসার প্রশান্ত কদম বলেছেন, ‘শপিংমলের দোতলায় প্রথম আগুন লাগে। তারপর পুরো বিল্ডিংয়ে আগুন ছড়িয়ে পড়ে।’
ঘটনার খবর পেয়েই সেখানে গিয়েছিলেন মুম্বাইয়ের মেয়র কিশোরী পেডনেকর। পেডনেকের বলেছেন,‘আগুন লাগার কারণ এখনও জানা যায়নি। তবে শপিংমলের ভিতর হাসপাতাল এই প্রথম দেখলাম। খুব গুরুতর পরিস্থিতি। এ ব্যাপারে ব্যবস্থা নেওয়া প্রয়োজন।’ আগুন লাগার কারণ জানতে তদন্ত করা হবে বলেও জানিয়েছেন তিনি।
করোনার দ্বিতীয় ঢেউয়ে ইতিমধ্যেই বেসামাল মহারাষ্ট্র। বৃহস্পতিবার সে রাজ্যে যত সংখ্যক নতুন করে আক্রান্ত হয়েছেন, তা গোটা অতিমারি পর্বে কোনও রাজ্যে সর্বোচ্চ। মুম্বই শহরেও বৃহস্পতিবার নতুন করে আক্রান্ত হয়েছেন ৫ হাজারের বেশি।
সূত্র: আনন্দবাজার।