বাবার মতো রাহুল গান্ধীকেও বোমা মেরে উড়িয়ে দেয়া হবে এমন হুমকি দিয়ে মধ্যপ্রদেশের ইন্দোর পুলিশের হাতে এসেছে একটি বেনামি চিঠি। হুমকি দিয়ে লেখা চিঠিটিতে বলা হয়েছে, ভারত জোড়ো যাত্রায় রাহুল ইন্দোরে পা রাখলেই তাঁকে বোমা মেরে উড়িয়ে দেয়া হবে। শুধু এই সাবেক কংগ্রেস সভাপতিকেই নয়, গুলি করে মেরে ফেলার হুমকি দেয়া হয়েছে মধ্যপ্রদেশের সাবেক মুখ্যমন্ত্রী কমল নাথকেও।
পুলিশ জানিয়েছে, ইন্দোরের জুনির একটি মিষ্টির দোকানে চিঠিটি পাওয়া গিয়েছে। চিঠিটি কে বা কারা লিখেছে সেটা এখনও জানা যায়নি।
ইন্দোর পুলিশ ওই এলাকার সিসিটিভি ফুটেজ দেখে চিঠির প্রেরককে শনাক্ত করার চেষ্টা করছে। হুমকি পাওয়ার পরই রাহুলের নিরাপত্তা ব্যবস্থা আরও বাড়িয়ে দেয়া হয়েছে।
প্রায় আড়াই মাস ধরে চলমান রাহুল গান্ধীর এই ভারত জোড়ো যাত্রা শুরু হয় তামিলনাড়ু থেকে। তারপর অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা পেরিয়ে মহারাষ্ট্রে অবস্থান করছে এই যাত্রা। সেখানে গিয়ে হুমকি পেলেন রাহুল।
আগামী ২৪ নভেম্বর ইন্দোরের খালসা স্টেডিয়ামেই রাত্রিবাস করার কথা কংগ্রেস নেতার। স্বাভাবিকভাবেই এই হুমকি চিঠি কংগ্রেস নেতাদের জন্য উদ্বেগের কারণ হয়ে দাঁড়াচ্ছে।
শুক্রবার রাহুলের যাত্রায় মধ্যপ্রদেশের বুলগনা জেলা থেকে যোগ দেন মহাত্মা গান্ধীর দৌহিত্র ইতিহাসবিদ তুষার গান্ধী। রাহুলের পাশে মহাত্মা গান্ধীর দৌহিত্রের হাঁটাকে ঐতিহাসিক বলে দাবি করেছে কংগ্রেস।
এর আগে এর আগে রাহুলের যাত্রায় যোগ দিয়েছেন দক্ষিণী অভিনেত্রী পুনম কৌর। অংশ নেন বলিউড অভিনেত্রী পূজা ভাট, অভিনেতা সুশান্ত সিংও। বৃহস্পতিবার এই যাত্রায় যোগ দেন বলিউড অভিনেত্রী রিয়া সেন।
রাহুলের ভারত জোড়ো যাত্রায় ব্যাপক সাড়া মিলছে বলে দাবি করছে কংগ্রেস। এই যাত্রা যেসব এলাকা দিয়ে গিয়েছে, সব এলাকাতেই চোখে পড়েছে জনসমুদ্র। জাতি-ধর্ম-বর্ণ-বয়স নির্বিশেষে সকলে কংগ্রেস নেতার হাতে হাত রেখে এগোচ্ছেন।
সূত্র: ইন্ডিয়া টুডে