মন্দিরে পদপিষ্ঠ হয়ে ১২ পূজারী নিহত

দ্য রিপোর্ট ডেস্ক

জানুয়ারি ১, ২০২২, ০৩:৩৬ পিএম

মন্দিরে পদপিষ্ঠ হয়ে ১২ পূজারী নিহত

ভারতের জম্মু ও কাশ্মীরের কাটরায় মাতা বৈষ্ণো দেবীর মন্দিরে পদপিষ্ট হয়ে কমপক্ষে ১২ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও ১৪ জন।

শনিবার (১ জানুযারি) ভোরে ‘অনুমতি পত্র’ ছাড়াই বহু ভক্ত ভোরে ঢুকে যান বৈষ্ণো দেবী মন্দিরে। এরপরই হুড়োহুড়িতে এই দুর্ঘটনা ঘটে।

জম্মু ও কাশ্মীর পুলিশের ডিজি দিলবাগ সিংয়ের বরাত দিয়ে টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়,  ভোর পৌনে ৩টার দিকে ঘটনাটি ঘটে। প্রাথমিক রিপোর্ট অনুসারে, ভক্তদের মধ্যে তর্কাতর্কি শুরু হলে লোকেরা একে অপরকে ধাক্কা দেয় এবং এর পরে পদপিষ্ট হওয়ার এই ঘটনা ঘটে বলে প্রতিবেদনে বলা হয়।

এদিকে, নতুন বছরের শুরুতেই বৈষ্ণো দেবী মন্দিরে মর্মান্তিক ঘটনায় শোক প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে এক টুইট বার্তায় মোদি বলেন, “ ‘মাতা বৈষ্ণো দেবী মন্দিরে পদপিষ্ট হয়ে প্রাণহানির ঘটনায় অত্যন্ত দুঃখিত। শোকাহত পরিবারের প্রতি আমার সমবেদনা। আহতরা দ্রুত সুস্থ হয়ে উঠুক। জম্মু ও কাশ্মীরের লেফট্যানেন্ট গভর্নর মনোজ সিনহা, মন্ত্রী জিতেন্দ্র সিং, নিত্যানন্দ রাইয়ের সঙ্গে কথা বলে পরিস্থিতির পর্যালোচনা করেছি আমি।”

Link copied!