মামলার শুনানিতে অংশ নেবে জান্তা সরকার

দ্য রিপোর্ট ডেস্ক

ফেব্রুয়ারি ১৯, ২০২২, ০৫:১৫ পিএম

মামলার শুনানিতে অংশ নেবে জান্তা সরকার

মিয়ানমারের রাখাইন প্রদেশে রোহিঙ্গা সম্প্রদায়ের ওপর সেনাবাহিনীর চালানো গণহত্যার অভিযোগ এনে আন্তর্জাতিক আদালতে গাম্বিয়ার দায়ের করা মামলার শুনানিতে অংশ নেবে দেশটির সামরিক জান্তা। জাতিসংঘের শীর্ষ আদালতে আগামী সপ্তাহে মামলার ওই শুনানি অনুষ্ঠিত হবে। খবর আলজাজিরার।  

কাতারভিত্তিক গণমাধ্যম আলজাজিরার খবরে বলা হয়, ইসলামি সহযোগিতা সংস্থা, ওআইসির পক্ষে ২০১৯ সালে এই মামলা করে গাম্বিয়া। ২০১৯ সালে আইসিজেতে ওই মামলায় প্রথম শুনানিতে মিয়ানমারের প্রতিনিধিত্ব করেন দেশটির তৎকালীন স্টেট কাউন্সিলর অং সান সু চি। সে সময় সেনাবাহিনীর বিরুদ্ধে রোহিঙ্গাদের ওপর গণহত্যা চালানোর অভিযোগ অস্বীকার করেছিলেন তিনি।

গত বছর মিয়ানমারের গণতান্ত্রিক নেত্রী ও দেশটির স্টেট কাউন্সিলর অং সান সু চিকে ক্ষমতাচ্যুত করে  সামরিক জান্তা। তাই আসছে শুনানিতে অংশ নিতে চলেছেন দেশটির সামরিক কর্মকর্তারা।

প্রসঙ্গত, জাতিসংঘে মিয়ানমারের সামরিক জান্তার কোনো অবস্থান নেই। দেশটির ক্ষমতাচ্যুত রাজনৈতিক নেতাদের অভিযোগ, এর মধ্য দিয়ে আইনি ভিত্তি ছাড়াই আন্তর্জাতিক স্বীকৃতি পেয়ে যেতে পারে জান্তা সরকার।

Link copied!