অব্যাহত রুশ হামলার মধ্যেেই ইউক্রেনের মারিউপুল থেকে আটকা পড়া বেসামরিক নাগরিকদের উদ্ধার কাজ চলবে বলে জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। বৃহস্পতিবার আজাভস্টালের ওই ঘাটি থেকে ৫শ মতো বেসামরিক নাগরিকে উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতারেস। তিনি বলেছেন, আটকা পড়া বাকিদেরও দ্রুতই সেখান থেকে উদ্ধার করার ব্যাপারে তিনি আশাবাদী। এখনো ঘাটিটিতে ২০ শিশুসহ ২শ মতো বেসামরিক নাগরিক আটকা পড়ে আছেন বলে ধারণা করা হচ্ছে।
আটকে পড়াদের উদ্ধারে জাতিসংঘের একটি বহর মারিউপুলে পৌছানোর কথা। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, ইউক্রেনের উচিত ওই ঘাটিতে থাকা ইউক্রেনের সৈন্যদের রুশদের কাছে আত্মসমর্পণ করতে বলা।
আজাভস্টাল ঘাটি
৯ মের আগেই মারিউপুলের বাকি অংশ রুশরা দখল করে নিতে পারে-এখন পর্যন্ত এমনটাই ইঙ্গিত দিচ্ছে বিশ্ব গণমাধ্যম।
ওদিকে, মার্কিন কয়েকটি প্রতিবেদনের বরাতে বিবিসি জানিয়েছে, ইউক্রেনে যুদ্ধকালীন বেশ কয়েকজন শীর্ষ রুশ জেনারেলকে হত্যার পেছনে মার্কিনরা জড়িত রয়েছে। এছাড়া সম্প্রতি কৃষ্ণ সাগরে রুশ রনতরী ডুবে যাওয়ার ঘটনার পেছনেও মার্কিনীদের হাত থাকতে পারে বলে প্রতিবেদনটি তথ্য দিয়েছে।