মারিউপুলে ইউক্রেনের শেষ ঘাটি হিসেবে পরিচিতি পাওয়া আজাভসস্টাল থেকে ১০০ জন বেসামরিক নাগরিক নিরাপদে বেরিয়ে আসতে পেরেছেন। ওই ঘাটি এলাকায় ১ হাজারের মতো বেসামরিক নাগরিক আটকা পড়ে ছিলেন। রবিবার সেখান থেকে ২০ জন উদ্ধার হন। বেরিয়ে আসা এসব নাগরিকদের ইউক্রেনের নিয়ন্ত্রণে থাকা জাপোরিঝঝিয়া শহরে নিরাপদে সরিয়ে নেওয়া হচ্ছে।
মারিউপুলের ওই ঘাটিতে ইউক্রেনের আলোচিত আজাব ব্যাটালিয়ানের যোদ্ধারা রুশ সৈন্যদের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাচ্ছেন। ইউক্রেনের ন্যাশনাল গার্ডের কমান্ডার ডেনিস শেলগা জানিয়েছেন, নাগরিকদের নিয়ে উদ্ধারকারী বাস ছেড়ে যাওয়ার পরপরই রুশ বাহিনী সবদিক দিয়ে হামলা শুরু করে। তিনি জানান, ঘাটিটিতে কয়েকশ বেসামরিক নাগরিক ছাড়াও ৫শর মতো আহত ইউক্রেনিয়ান সৈন্য রয়েছেন। নাগরিকদের নিরাপদে বের হয়ে আসার জন্য গত দুই দিন ধরে যুদ্ধবিরতি চলছিলো ওই ঘাটি এলাকায়।
ভেতরের অবস্থা ভয়ানক জানিয়ে উদ্ধার হওয়া একজন বলেছেন, গত ২ মাস ধরে তিনি সূর্যের মুখ দেখেননি। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, ‘আশা করছি খুব শিগগিরিই আটকাপড়া বাকি নাগরিকগণ বেরিয়ে আসতে পারবেন।’ দনবাস এলাকা থেকে বিবিসির একজন সাংবাদিক জানিয়েছেন, রুশ বাহিনী একটু ধীরে অগ্রসর হচ্ছে।
ইউক্রেনের প্রেসিডেন্ট আরও বলেছেন, রাশিয়া ইউক্রেনের অর্থনীতি অবরুদ্ধ করে ফেলায় এবার মিলিয়ন মিলিয়ন টন শস্য উৎপাদন করতে পারছে না ইউক্রেন, যা বৈশ্বিক খাদ্য উৎপাদনের উপর প্রভাব ফেলবে।