মার্কিন প্রেসিডেন্ট পদে লড়াই করবেন কেনেডির ভাতিজা

দ্য রিপোর্ট ডেস্ক

এপ্রিল ২০, ২০২৩, ০৯:০০ পিএম

মার্কিন প্রেসিডেন্ট পদে লড়াই করবেন কেনেডির ভাতিজা

আসছে বছর মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট দলের পক্ষ থেকে নির্বাচনে লড়াইয়ের ঘোষণা দিয়েছেন রবার্ট এফ কেনেডি জুনিয়র। 

কেনেডি জুনিয়র হচ্ছেন যুক্তরাষ্ট্রের ৩৫তম প্রেসিডেন্ট জন এফ কেনেডির ভাতিজা ও ঘাতকের হাতে নিহত সিনেটর রবার্ট এফ কেনেডির ছেলে।

মার্কিন গণমাধ্যম সিএনএন’র প্রতিবেদনে বলা হয়, ৬৯ বছর বয়স্ক কেনেডি জুনিয়র একজন টিকাবিরোধী প্রচারক।

এদিকে, ডেমোক্রাট দলীয় বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেনও আগামী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছেন। তবে এখনো আনুষ্ঠানিকভাবে প্রার্থিতা ঘোষণা করেননি। জো বাইডেনের প্রার্থীতা চূড়ান্ত হলে কেনেডি জুনিয়রের ছিটকে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

 

এর আগে, চলতি বছরের মার্চে কেনেডি টুইটারে ঘোষণা দিয়ে বলেছিলেন, তিনি প্রেসিডেন্ট পদে নির্বাচন করার কথা ভাবছেন। ওই সময় তিনি বলেছিলেন, আমি নির্বাচন করলে শীর্ষ অগ্রাধিকার হবে রাষ্ট্র এবং করপোরেট শক্তির মধ্যে যে দুর্নীতি গড়ে উঠেছে তার ইতি ঘটানো।

Link copied!