মাহিন্দা রাজাপক্ষেকে অজ্ঞাত স্থানে সরিয়ে নিলো সেনাবাহিনী

দ্য রিপোর্ট ডেস্ক

মে ১০, ২০২২, ০৬:১২ পিএম

মাহিন্দা রাজাপক্ষেকে অজ্ঞাত স্থানে সরিয়ে নিলো সেনাবাহিনী

শ্রীলঙ্কার প্রেসিডেন্টের বড় ভাই ও সদ্য বিদায়ী প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপক্ষেকে তার সরকারি বাসভবন থেকে অজ্ঞাতনামা স্থানে সরিয়ে দিয়েছে সেনাবাহিনীর একটি দল।

দেশটিতে কয়েক সপ্তাহের বিক্ষোভের মধ্যে সবচেয়ে খারাপ সহিংস পরিস্থিতির মধ্যে হাজার হাজার বিক্ষোভকারী রাজাপক্ষের বাসভবনের প্রধান ফটক ভেঙ্গে ফেলার পর  নিরাপত্তার জন্য তাকে সরিয়ে নেওয়া হয়। ভারতীয় গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে এমন তথ্য জানা গেছে।

প্রতিব্দেনে বলা হয়,কারফিউ অমান্য করে মঙ্গলবার বিক্ষোভকারীরা জোর করে কলম্বোতে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন টেম্পল ট্রিসে প্রবেশ করে হামলার চেষ্টা করেছিল। সেখানে রাজাপাকসে তার নিকটাত্মীয় ও পরিবারের সঙ্গে অবস্থান করছিলেন।

শ্রীলঙ্কার একজন শীর্ষ নিরাপত্তা কর্মকর্তার বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি’র প্রতিবেদনে বলা হয়, বাসভবনের চত্বরে কমপক্ষে ১০টি পেট্রোলবোমা নিক্ষেপ করা হয়।

প্রসঙ্গত, মাহিন্দা রাজাপক্ষে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করার পরই দেশজুড়ে আন্দোলন শুরু করেন  বিক্ষোভকারীরা। বিদায়ী সরকারের প্রধানমন্ত্রীসহ অন্য মন্ত্রী ও সংসদ সদস্যদের বাড়িঘরে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে।

বিক্ষোভকারীদের সঙ্গে সরকার সমর্থকদের দফায় দফায় সংঘর্ষ চলছে। এ ঘটনায় সবশেষ খবর অনুযায়ি পাঁচজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত দুই শতাধিক।  

টাইমস অফ ইন্ডিয়া, হিন্দুস্তান টাইমসসহ বেশ কয়েকটি ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়, গতকাল  সোমবার মাহিন্দা রাজাপাকসেসহ দেশটির মন্ত্রী, এমপি, সাবেক মন্ত্রী ও স্থানীয় নেতাদের বাসভবনে আগুন দিয়ে দেওয়া হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, নিহতদের মধ্যে ক্ষমতাসীন এক এমপি ও এক বিক্ষোভকারীও রয়েছেন। এছাড়া আহতদের দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। কলম্বো ন্যাশনাল হাসপাতালের এক মুখপাত্র জানিয়েছেন, কলম্বোর সংঘর্ষের ঘটনায় আহত অন্তত ১৩৮ জনকে হাসপাতালটিতে ভর্তি করা হয়েছে।

এদিকে সদ্য বিদায়ী শ্রীলংকার প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপক্ষের কুরুনেগালাস্থ বাসভবনসহ রাজাপাকসে পরিবারের ঘনিষ্ঠ বেশ কয়েকজন মন্ত্রী, এমপি, সাবেক মন্ত্রী ও স্থানীয় নেতাদের বাসভবনে অগ্নিসংযোগ করেছেন সরকারবিরোধী বিক্ষোভকারীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে জারি করা কারফিউ বুধবার সকাল পর্যন্ত বাড়িয়েছে দেশটির সরকার। তবে কারফিউ অমান্য করে সরকারবিরোধী বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন সরকারবিরোধীরা।

Link copied!