মিসাইল হামলা মাত্র ‘প্রথম পর্ব’, জানালেন সাবেক রুশ প্রেসিডেন্ট

দ্য রিপোর্ট ডেস্ক

অক্টোবর ১০, ২০২২, ০৮:২১ পিএম

মিসাইল হামলা মাত্র ‘প্রথম পর্ব’, জানালেন সাবেক রুশ প্রেসিডেন্ট

পুরো ইউক্রেন জুড়ে সোমবার (১০ অক্টোবর) চালানো মিসাইল হামলাকে ‘প্রথম পর্ব’ বলে সতর্ক করেছে রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট ও দেশটির নিরাপত্তা কাউন্সিলের বর্তমান উপপ্রধান দিমিত্রি মেদভেদেভ। এসময় তিনি আবারও মিসাইল হাসলা চালেোর ইঙ্গিত দেন।

কাতারভিত্তিক গণমাধ্যম আলজাজিরার প্রতিবেদনে বলা হয়, সংবাদমাধ্যম টেলিগ্রাম পোস্টকে দেয়া এক সাক্ষাতকারে মেদভেদেভ আরও বলেন, “রাশিয়ার সীমানা ও জনগণকে রক্ষা করার পাশাপাশি ‘ইউক্রেনের রাজনৈতিক সরকারকে ভেঙে দিতে হবে’।

প্রসঙ্গত, ২০০৮ সাল থেকে ২০১২ সাল পর্যন্ত রাশিয়ার প্রেসিডেন্ট ছিলেন দিমিত্রি মেদভেদেভ। ওই সময় তাকে উদারপন্থি রুশ প্রেসিডেন্ট হিসেবে মনে করা হত। আবার ২০১২ থেকে ২০২০ সাল পর্যন্ত দেশটির প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। সাম্প্রতিক সময়ে ইউক্রেন ও পশ্চিমা দেশগুলোকে নিয়ে চরম বিষেদাগার করে থাকেন এই সময়ের এই রুশ প্রেসিডেন্ট। 

Link copied!