জান্তা বিরোধী বিক্ষোভকারীরা মঙ্গলবার অং সান সু চির মুক্তি ও নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তরের দাবিতে ইয়াঙ্গুন থেকে মাওলামাইনের মধ্যকার রেল যোগাযোগ বন্ধ করে দিয়েছে। এদিকে মিয়ানমারের জান্তা সরকার পুনরায় নির্বাচনের মাধ্যমে বিজয়ী দলের হাতে ক্ষমতা হস্তান্তরের প্রতিশ্রুতি দিয়েছে।
মঙ্গলবার প্রথমবারের মতো সেনাবাহিনীর পক্ষ থেকে আয়োজিত সংবাদ সম্মেলনে মিয়ানমার সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল জাও মিন তুন এ আশ্বাস দেন।
মিয়ানমারে গত ৮ নভেম্বরের জাতীয় নির্বাচনে এনএলডি নিরঙ্কশ জয় পেলেও সেনাবাহিনী ভোটে প্রতারণার অভিযোগ তুলে ফলাফল মেনে নিতে অস্বীকৃতি জানায়। গত পহেলা ফেব্রুয়ারি ভোরে স্টেট কাউন্সিলর অং সান সু চি ও দেশটির প্রেসিডেন্টসহ এনএলডির শীর্ষ বেশ কিছু নেতাকে গ্রেপ্তারের পর এক বছরের জন্য মিয়ানমারে জরুরি অবস্থা জারি করে সেনাবাহিনী।
সেনাবাহিনীর ক্ষমতা গ্রহণের পর গণতান্ত্রিক সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর ও গ্রেপ্তার নেতাদের মুক্তির দাবিতে বিক্ষোভে নামে সাধারণ মানুষ। বিক্ষোভ ঠেকাতে রাস্তায় সেনাবাহিনী ও সাঁজোয়া যান নামিয়েছে সামরিক জান্তা।
তথ্যসূত্র: নিক্কে এশিয়া