মিয়ানমার: আবারো পুলিশের গুলিতে ১ নারী নিহত

দ্য রিপোর্ট ডেস্ক

ফেব্রুয়ারি ২৮, ২০২১, ০১:০৪ এএম

মিয়ানমার: আবারো পুলিশের গুলিতে ১ নারী  নিহত

মিয়ানমারের শহরগুলোতে জান্তাবিরোধী প্রতিবাদকারীদের বিরুদ্ধে শনিবার অভ্যুত্থান পরবর্তী সবচেয়ে ব্যাপক দমনাভিযান চালিয়েছে পুলিশ। স্থানীয় গণমাধ্যমসূত্রে জানা যায়, পুলিশি হামলায় এক নারী নিহত ও বহু লোক আহত হয়েছেন।

শনিবার সকাল থেকেই শহর ও নগরগুলোতে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়। ইয়াঙ্গুনে বিক্ষোভের কেন্দ্রস্থলগুলে আগে থেকেই পুলিশ অবস্থান নেয়। লোকজন জড়ো হওয়ার পরই ধরপাকড় শুরু হয় বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। এ সময় বেশ কয়েকজন সাংবাদিককেও আটক করা হয়।

এসময় দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়। সেনাবিরোধীদের দমাতে পুলিশ কাঁদুনে গ্যাস নিক্ষেপ করে, স্টান গ্রেনেড ফাটায় ও ফাঁকা গুলি ছোড়ে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।

কিছু বিক্ষোভকারী রাস্তার অপর পাশ থেকে সড়ক অবরোধ ছুড়ে মারে। পরে লোকজনের সংখ্যা কমে গেলেও স্থানীয় সময় সন্ধ্যার আগেও পুলিশ প্রতিবাদকারীদের বিভিন্ন দলকে তাড়া করছিল ও ওপরের দিকে ফাঁকা গুলি ছুড়ছিল বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। পুলিশ সারাদিন ধরে অসংখ্য লোককে আটক করে ও বেশ কয়েকজনকে পেটায়।

স্থানীয় তিনটি গণমাধ্যম জানিয়েছে, মধ্যাঞ্চলীয় শহর মনুইয়াতে গুলিতে এক নারী নিহত হয়েছেন। কোন পরিস্থিতিতে গুলি করা হয়েছে তা পরিষ্কার হয়নি এবং এ বিষয়ে মন্তব্যের জন্য তাৎক্ষণিকভাবে পুলিশের কাউকে পাওয়া যায়নি।

আয়ে আয়ে তিন্ত নামের এক বিক্ষোভকারী রয়টার্সকে বলেন,‘তারা শান্তিপূর্ণ প্রতিবাদকারীদের বিরুদ্ধে জলকামান ব্যবহার করেছে, তাদের মানুষের সঙ্গে এমন আচরণ করা উচিত নয়।’

সূত্র: রয়টার্স।

 

 

Link copied!