মুসলমান ভেবে এলোপাথাড়ি মারধর করে বৃদ্ধকে হত্যা!

দ্য রিপোর্ট ডেস্ক

মে ২২, ২০২২, ০৮:৪৮ এএম

মুসলমান ভেবে এলোপাথাড়ি মারধর করে বৃদ্ধকে হত্যা!

ভারতের মধ্য প্রদেশে মুসলমান ভেবে এক জৈন মতাবলম্বী বৃদ্ধকে পিটিয়ে হত্যার ঘটনায় সেদেশে আলোচনার ঝড় বইছে। গতকাল শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া এক ভিডিওতে এলোপাথাড়ি মারধর করে ওই বৃদ্ধকে হত্যার দৃশ্য দেখা যায়।

ভারতের মধ্যপ্রদেশের মানসা জেলার  নিমাচের এলাকায় এ ঘটনা ঘটে।  পুলিশ অভিযুক্তকে চিহ্নিত করেছে। অভিযুক্তের নাম দীনেশ কুশওয়াহা। তিনি নিমাচ শাখা বিজেপির এক নেত্রীর স্বামী বলে আনন্দবাজারের প্রতিবেদনে জানা গেছে।

নেটমাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিওতে ওই ছবি ধরা পড়েছে। যদিও ওই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন।সম্প্রতি এক বৃদ্ধকে মারধর করার ভিডিয়োটি ভাইরাল হয় নেটমাধ্যমে।

ভিডিওতে দেখা যায়, মধ্যপ্রদেশের মানসা এলাকার নিমাচে ৬৫ বছরের এক বৃদ্ধকে এলোপাথাড়ি মারধর করছে এক ব্যক্তি। বৃদ্ধের কাছে আধার কার্ড দেখতে চাওয়া ওই হামলাকারী বার বার জিজ্ঞাসা করছিলেন, ‘‘তোর নাম কি মহম্মদ, জাবড়া থেকে এসেছিস?’’

ভিডিওতে আরও দেখা যায়, এরপরই হামলাকারী একের পর এক চড় মারতে থাকেন। আচমকা হামলায় হতভম্ব বৃদ্ধ হামলাকারীকে শান্ত করার চেষ্টা করছেন। কিন্তু তাতে পরিস্থিতি আয়ত্তে আসেনি। হামলাকারীর বেদম প্রহারে ওই বৃদ্ধের মৃত্যু হয়।

পুলিশ ওই মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। পরে জানা যায় নিহত ওই বৃদ্ধের নাম ভবরলাল জৈন। তিনি জৈন ধর্মের অনুসারী, মুসলমান নন।

মধ্যপ্রদেশের পুলিশ জানায়, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। শনাক্ত করা হয়েছে হামলাকারীকেও, তার নাম দীনেশ কুশওয়াহা।

নিহতের মৃতদেহ শনাক্ত করেন তাঁর ভাই রাকেশ জৈন। জানা গিয়েছে, অভিযুক্ত দীনেশের স্ত্রী নিমাচের কেন্দ্রে ক্ষমতাসীন দল বিজেপি’র স্থানীয়  নেত্রী। তার বিরুদ্ধে খুন-সহ বিভিন্ন ধারায় মামলা দায়ের করা হয়েছে।

সূত্র: আনন্দবাজার

Link copied!