মৃতের সংখ্যা ৪৪ হাজার ছুঁই ছুঁই, ২৬০ ঘণ্টা পর জীবিত উদ্ধার ২

দ্য রিপোর্ট ডেস্ক

ফেব্রুয়ারি ১৭, ২০২৩, ০২:৪৫ পিএম

মৃতের সংখ্যা ৪৪ হাজার ছুঁই ছুঁই, ২৬০ ঘণ্টা পর জীবিত উদ্ধার ২

তুরস্ক ও সিরিয়ায় ভয়াবহ ভূমিকম্পে নিহতের সংখ্যা ৪৪ হাজারের কাছাকাছি পৌঁছে গিয়েছে। আহত লাখেরও বেশি। ধসে পড়েছে ৪০ হাজারেরও বেশি ভবন। এর মধ্যে আশার খবর হলো ৭ দশমিক ৮ মাত্রার ভূমিকম্প হয়ে যাওয়ার ২৬০ ঘণ্টা পর জীবিত অবস্থায় দুজন পুরুষকে উদ্ধার করা সম্ভব হয়েছে।

শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশিত হয়।

এতে বলা হয়, শক্তিশালী ভূমিকম্পে মৃত্যু তালিকায় নাম লেখা হয়েছে ৪৩ হাজার ৮৪৪ জনের। এর মধ্যে তুরস্কের ক্ষতিগ্রস্ত বিভিন্ন এলাকা থেকে এখন পর্যন্ত ৩৮ হাজার ৪৪ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। অন্যদিকে সিরিয়া থেকে ৫ হাজার ৮০০ জনের। নিহতের সংখ্যা ৫০ হাজার ছাড়াতে পারে ধারণা জাতিসংঘের

উদ্ধারকাজে এখনো সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন বিভিন্ন দেশের উদ্ধারকর্মীসহ বর্তমানে আড়াই লাখের বেশি কর্মী। অলৌকিকভাবে ধ্বংসস্তূপের নিচ থেকে এখনও জীবিত প্রাণ খুঁজে পাচ্ছেন তাঁরা।

এদিকে ভূমিকম্পটিকে গত ১০০ বছরের মধ্যে তুরস্কের সবচেয়ে ভয়াবহ দুর্যোগ বলে উল্লেখ্য করা হয়েছে। এতে ২ কোটি ৬০ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। এ অবস্থায় ক্ষতিগ্রস্তদের সহায়তার জন্য ১০০ কোটি ডলার সহায়তা চেয়েছে জাতিসংঘ।

এর আগে, গত ৬ ফেব্রুয়ারি ভোরের দিকে তুরস্ক-সিরিয়া সীমান্তে ৭ দশমিক ৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। এর কিছুক্ষণ পর ফের ৬ দশমিক ৭ মাত্রার আরও একটি ভূমিকম্প হয়।

Link copied!