মহারাষ্ট্রে ভূমিধস

মৃত্যুর সংখ্যা বেড়ে ২৬, নিখোঁজ ৮৬ জন

আন্তর্জাতিক ডেস্ক

জুলাই ২৩, ২০২৩, ১০:২৯ এএম

মৃত্যুর সংখ্যা বেড়ে ২৬, নিখোঁজ  ৮৬ জন

সংগৃহীত ছবি

ভারতের মহারাষ্ট্রের রায়গড়ের ইরশালওয়াদি গ্রামে ভূমিধসে ২২৯ জন বাসিন্দার মধ্যে ২৬ জনের মৃত্যু হয়েছে। নিখোঁজ রয়েছেন ৮৬ জন।

বুধবার (১৯ জুলাই) গভীর রাতে এই ভূমিধসের ঘটনা ঘটে।

ঘটনার চারদিন পেরিয়ে গেলেও এখনো ধ্বংসস্তূপে আটকা রয়েছে অনেকে। ২০-৩০টিরও বেশি পরিবার মাটির নিচে আটকে পড়ার আশঙ্কা করা হচ্ছে। আদিবাসী অধ্যুষিত গ্রামটিতে প্রায় ৪৬টি বাড়ি রয়েছে।

শনিবার (২২ জুলাই) ইন্ডিয়া টুডের প্রতিবেদনে এই তথ্য জানা যায়।

কর্তৃপক্ষ আরও জানিয়েছে, বৃহস্পতিবার পর্যন্ত এই দুর্ঘটনায় মৃতের সংখ্যা ছিল ১৬ জন। এরপর শনিবার এই সংখ্যা বেড়ে ২৬ জনে দাঁড়িয়েছে। নিহতদের মধ্যে অন্তত ৯ জন পুরুষ, ৪ জন শিশু ও অনেক নারী রয়েছেন। এছাড়াও এই ভয়াবহ দুর্ঘটনায় একই পরিবারের ৯ জন নিহত হয়েছেন।

রায়গড় জেলার দুর্যোগ মোকাবিলা দফতর জানিয়েছে, গ্রামটিতে মোট ২২৯ জন বাসিন্দা ছিলেন। তাদের মধ্যে ২৬ জন নিহত হয়েছেন আর আহত হয়েছে আরও ১০ জন। তবে ১১১ জন বাসিন্দা নিরাপদে থাকলেও এখনো ৮৬ জনের কোনো খোঁজ পাওয়া যায়নি।

স্থানীয় প্রশাসনিক কর্মকর্তারা বলছেন, এই দুর্ঘটনায় মাত্র দু-চারটি বাড়ি রক্ষা পেয়েছে। রায়গড়ের জেলা প্রশাসক যোগেশ মহেশ জানান, ঘটনাটি ঘটেছে মধ্যরাতে। যে গ্রামে দুর্ঘটনাটি ঘটেছে সেখানে পৌঁছাতে দুই ঘণ্টারও বেশি সময় লেগেছে উদ্ধারকারী দলের সদস্যদের।

এদিকে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে বৃহস্পতিবার (২০ জুলাই) সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন এবং মৃতদের পরিবারকে পাঁচ লাখ রুপি করে অনুদান দেয়ার ঘোষণা দেন।

Link copied!