জানুয়ারি ৭, ২০২২, ০১:০৬ পিএম
মেক্সিকোতে রাস্তায় ফেলে যাওয়া একটি গাড়ি থেকে ১০ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় ২ জনকে গ্রেপ্তারও করা হয়েছে। দেশটির মধ্যাঞ্চলীয় প্রদেশ জাকাতেকাসের গভর্নরের কার্যালয়ের সামনে ফেলে যাওয়া একটি গাড়ি থেকে এসব মরদেহ উদ্ধার করা হয়।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়, মেক্সিকোর জাকাতেকাস প্রদেশের গভর্নরের কার্যালয়ের সামনে একটি মাজদা এসইউভি গাড়ি পাওয়া যায়। গাড়িটি নিয়ে একপর্যায়ে কর্মকর্তাদের সন্দেহ হলে স্থানীয় সময় বৃহস্পতিবার ভোরে সেটিতে তল্লাশি চালানো হয়। পরে গাড়ির ভেতর থেকে ১০টি মরদেহ উদ্ধার করা হয়।
পরে প্রদেশটির গভর্নর ডেভিড মনরিয়েল সামাজিক যোগাযোগমাধ্যমে জানান, এ ঘটনায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি বলেন, অভিযুক্ত দুজন এখানে মৃতদেহগুলো রাখতে এসেছিল।
নিহতদের পিটিয়ে হত্যা করা হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
এ ঘটনায় তদন্ত শুরু হয়েছে। আর স্থানীয় প্রশাসনের এই তদন্তকাজে সহায়তার কথা নিশ্চিত করেছে দেশটির নিরাপত্তাবিষয়ক মন্ত্রণালয়।
মেক্সিকোতে সহিংস অপরাধ ও হত্যাকাণ্ডের ঘটনা বেড়েই চলেছে। এ ছাড়া জাকাতেকাস প্রদেশেও এ ধরনের ঘটনা ক্রমবর্ধমানভাবে বাড়ছে। উত্তর আমেরিকার এই দেশে প্রায়ই প্রতিদ্বন্দ্বী মাদক পাচারকারী গ্রুপগুলোর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।