মেঘালয় কংগ্রেসে বড় ভাঙন, ১২ বিধায়ক তৃণমূলে

দ্য রিপোর্ট ডেস্ক

নভেম্বর ২৫, ২০২১, ০১:৪২ পিএম

মেঘালয় কংগ্রেসে বড় ভাঙন, ১২ বিধায়ক তৃণমূলে

ভারতের মেঘালয় রাজ্যের সাবেক মুখ্যমন্ত্রী ও কংগ্রেস নেতা মুকুল সাংমাসহ ১২ বিধায়ক তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছেন। ফলে মেঘালয়েও এখন প্রধান বিরোধী দল হলো তৃণমূল।

বুধবার (২৪ নভেম্বর) রাতে এ খবর জানিয়েছে স্থানীয় সংবাদ মাধ্যমগুলো। এখন, ৬০ সদস্যের মেঘালয় বিধানসভার ১৭ কংগ্রেস সদস্যের মধ্যে ১২ জনই তৃণমূলে যোগ দিলেন।

কয়েকটি সূত্র জানিয়েছে, রাজ্যের কংগ্রেস সভাপতি ভিনসেন্ট পলার সঙ্গে বহুদিন ধরে মুকুল সাংমার মতবিরোধ চলছিল। কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীও বিষয়টি জানেন। কিন্তু, কোনো সমাধান করেননি। তাই, দল ছাড়েন তিনি।

জানা গেছে, মুকুলের দলত্যাগে বড় ভূমিকা রেখেছেন ভারতের বিশিষ্ট ইলেকশন স্ট্রাটেজিস্ট প্রশান্ত কিশোর। মেঘালয়ে থেকে তিনি মুকুলের দলত্যাগ নিশ্চিত করেন।

Link copied!