যুক্তরাষ্ট্রে টিকা গ্রহীতারা কোভিড ঠেকাচ্ছেন দারুনভাবে

দ্য রিপোর্ট ডেস্ক

আগস্ট ১১, ২০২১, ০১:৩৭ এএম

যুক্তরাষ্ট্রে টিকা গ্রহীতারা কোভিড ঠেকাচ্ছেন দারুনভাবে

মার্কিন যুক্তরাষ্ট্রে দুই ডোজ টিকা গ্রহণকারীদের শতকরা ৯৯ দশমিক ৯৯ ভাগ মানুষ করোনাভাইরাসে নতুন করে মারাত্মকভাবে সংক্রমিত হয়নি। নতুন করে মারাত্মকভাবে সংক্রমিত হলে তারা অবশ্যেই হাসপাতালে ভর্তি হয় অথবা ওই সংক্রমণে তাদের মৃত্যু হয়।

দেশটির সেন্টারস ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশনের (সিডিসি) ডাটা বিশ্লেষণ করে মার্কিন গণমাধ্যম সিএনএন’র খবরে এ তথ্য জানানো হয়।

সিএনএন’র খবরে বলা হয়, গত ২ আগস্ট  পর্যন্ত যুক্তরাষ্ট্রে কমপক্ষে ১৬ কোটি ৪০ লাখ মানুষকে পূর্ণ ডোজ করোনার টিকা দেয়া হয়েছে। এসব টিকা গ্রহীতাদের শতকরা ০.০০১ ভাগ বা ১ হাজার ৫০৭ জন রোগী করোনা ভাইরাসে মারা গেছেন। অন্যদিকে শতকরা ০.০০৫ ভাগেরও কম অর্থাৎ ৭ হাজার ১০১ জন করোনায় ফের আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

সিডিসি গত ২৬শে জুলাই টিকা দেয়ার পর নতুন করে করোনায় আক্রান্ত হওয়ার বিষয়ে সর্বশেষ ডাটা প্রকাশ করে। ওই ডাটায়  যুক্ত হয়েছে আরো ৯৩৮টি নতুন শনাক্ত ব্যক্তির তথ্য।

সিএনএন’র খবরে আরও বলা হয়, এসব মানুষের মধ্যে ৮৬২ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। ২৪৪ জন মারা গেছেন। নতুন করে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি বা মারা যাওয়ার সময় সম্পর্কে বিস্তারিত তথ্য প্রকাশ করেনি সিডিসি। তবে টিকা দেয়ার পর নতুন করে যারা করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন তার মধ্যে প্রায় এক-তৃতীয়াংশ বা শতকরা ৭৪ ভাগের বয়স ৬৫ বছর বা তারও বেশি বলে জানা গেছে।

Link copied!