রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুতে যেসব পরিবর্তন আসছে

দ্য রিপোর্ট ডেস্ক

সেপ্টেম্বর ৯, ২০২২, ০৭:১৫ পিএম

রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুতে যেসব পরিবর্তন আসছে

ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুতে দেশটির জাতীয় সঙ্গীত, মুদ্রা, স্ট্যাম্প, ব্যারিস্টার থেকে শুরু করে রানির আসবাবপত্রে পরিবর্তন আসবে। নিয়মতান্ত্রিকভাবে রানির মৃত্যুতে রাজতন্ত্রের সদস্য হিসেবে প্রিন্স চার্লস ব্রিটিশ সাম্রাজ্যের নতুন রাজা। রাজ্যের ক্ষমতা বদলের সাথে সাথে দেশটির জাতীয় সঙ্গীতে (গড সেভ দ্য কুইন) পরিবর্তন আসছে। এখন থেকে জাতীয় সঙ্গীতে ‘গড সেভ দ্য কুইনে’র পরিবর্তে ‘গড সেভ দ্য কিং’গাইবেন ব্রিটিশ নাগরিকরা।

রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুর সাথে সাথে অনেক পণ্য, প্রতীক এবং শিরোনাম পরিবর্তন করতে হবে। মুদ্রা, স্ট্যাম্প এবং পদকগুলি আর রানির স্বতন্ত্র প্রোফাইল বহন করবে না। নতুন রাজার জন্য নতুন পতাকা এবং অস্ত্রের কোট নতুন রাজার জন্য ডিজাইন করা হবে। এমনকি সিনিয়র ব্যারিস্টার হিসেবে যারা ৭০ বছর ধরে কুইন্স কাউন্সেল নামে পরিচিত, তাদেরকে কিংস কাউন্সেলে নতুনভাবে মানিয়ে নিতে হবে।

ব্রিটিশ পাসপোর্টের কভারের শব্দগুলো পরিবর্তন আসবে।  পার্লামেন্টের উদ্বোধনে সিংহাসন থেকে রাজার বক্তব্য দেখানো হবে। বাকিংহাম প্যালেসের বাইরে পোস্ট করা কুইন্স গার্ডের নাম পরিবর্তনে রানির জায়গাগুলোয় রাজা হবে। আরও বেশকিছু প্রতিষ্ঠানের নামে পরিবর্তন আনতে হবে।

যেকোনো দেশের ঐতিহাসিক খ্যাতি অর্জনের পেছনে সেই দেশের মুদ্রা একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ব্রিটিশ মুদ্রা ছাড়াও ১৯৬৫ সালের মুদ্রা আইন অনুযায়ী কানাডা নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়াসহ প্রায় ৩০টি দেশের মুদ্রার নকশায় পরিবর্তন আনতে হবে। মুদ্রায় রানি দ্বিতীয় এলিজাবেথের মুখের পরিবর্তে রাজা চার্লসের মুখ আসবে।

প্রসঙ্গত, লন্ডনের স্থানীয় সময় বৃহস্পতিবার (সেপ্টেম্বর) সন্ধ্যার পর ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুর খবর নিশ্চিত করে বাকিংহাম প্যালেস। ব্রিটেনের ইতিহাসে সবচেয়ে বেশি সময় ধরে সিংহাসনে থাকা দ্বিতীয় এলিজাবেথের বয়স হয়েছিল ৯৬ বছর।

Link copied!