রাশিয়াকে ড্রোন সহায়তা দেওয়া নিয়ে মিথ্যাচার করছে ইরান: জেলেনস্কি

দ্য রিপোর্ট ডেস্ক

নভেম্বর ৬, ২০২২, ০৩:৩৩ পিএম

রাশিয়াকে ড্রোন সহায়তা দেওয়া নিয়ে মিথ্যাচার করছে ইরান: জেলেনস্কি

ইউক্রেনে চলমান আগ্রাসনের মধ্যে রাশিয়াকে ড্রোন সহায়তা করা নিয়ে ইরান ‘মিথ্যা কথা’ বলছে বলে অভিযোগ করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এমনকি ইরানের বিরুদ্ধে তিনি ‘সন্ত্রাসবাদী সহযোগিতারও’ অভিযোগ এনেছেন।

রবিবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

প্রতিবেদনে বলা হয়েছে, ইরান প্রথমবারের মতো স্বীকার করেছে যে, তারা রাশিয়াকে ড্রোন সরবরাহ করেছে। তবে ইরানের দাবি, এসব ড্রোন ইউক্রেন যুদ্ধের কয়েক মাস আগে রাশিয়াকে দেওয়া হয়েছে। আর এরপরই ইরান ‘মিথ্যা কথা’ বলছে বলে অভিযোগ করেছেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

ইউক্রেন ও পশ্চিমাদের ধারণা, রাশিয়া ইউক্রেনের মূল অবকাঠামোয় আঘাত করার জন্য ইরানের ‘কামিকাজে’ ড্রোন ব্যবহার করেছে। যদিও তেহরান ও মস্কো বিষয়টি অস্বীকার করেছে। তবে শনিবার ইরানের পররাষ্ট্রমন্ত্রী অল্পসংখ্যক ড্রোন পাঠানোর কথা জানালেন।

জেলেনস্কি বলেন, ‘যদি ইরান এসব তথ্য সম্পর্কে মিথ্যা বলতে থাকে, তাহলে মস্কো ও তেহরানের মধ্যে সন্ত্রাসী সহযোগিতা এবং রাশিয়া এ ধরনের কর্মকাণ্ডের জন্য কী পরিমাণ অর্থ প্রদান করছে তা তদন্ত করার জন্য আন্তর্জাতিক সম্প্রদায় আরও বেশি প্রচেষ্টা চালাবে।’

Link copied!