রাশিয়ার ক্ষমতায় ফের ভ্লাদিমির পুতিন

দ্য রিপোর্ট ডেস্ক

সেপ্টেম্বর ২০, ২০২১, ১২:৪৬ এএম

রাশিয়ার ক্ষমতায় ফের ভ্লাদিমির পুতিন

পার্লামেন্ট নির্বাচনে জয়লাভের পথে রয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। কোনো বিড়ম্বনা ছাড়াই আরও একবার ক্রেমলিনের পথে পা বাড়াতে যাচ্ছেন তিনি।

গত শুক্রবার (১৭ সেপ্টেম্বর) শুরু হয় প্রথমদিনের ভোটগ্রহণ। রবিবার (১৯ সেপ্টেম্বর) শেষ দিনের ভোটগ্রহণের মধ্য দিয়ে পুতিনের দল ইউনাইটেড রাশিয়া জয়লাভ করতে যাচ্ছে।

এ নির্বাচনে পুতিনের দল ছাড়াও কমিউনিস্ট পার্টি ও জাতীয়তাবাদী এলডিটিআর অংশ নিয়েছে।

নির্বাচনের আগে রাশিয়ায় পুতিনের সমালোচান করে বেশ আলোচনা তৈরি করেন অ্যালেক্সি নাভালনি। কিন্তু দুর্নীতিসহ নানা অভিযোগে নাভালনিকে জেলে ঢুকিয়েছে পুতিনের সরকার।নাভালনির সংগঠন পর্যন্ত নিষিদ্ধ করেছেন আদালত।

ধারণা করা হচ্ছিল, নির্বাচনে পুতিনকে চ্যালেঞ্জ জানাবেন নাভালনি। কিন্তু পুতিন তাকে জেলে ঢোকানোয় সেই প্রতিদ্বিন্দ্বিতা হয়নি। কেন্দ্রীয় নির্বাচন কমিশন জানিয়েছে, নির্বাচনে ভোট পড়ার হার ছিল ৩৫ শতাংশের ওপরে।

Link copied!