রুশনিয়ন্ত্রিত অঞ্চল ইউক্রেন না ছাড়লে সেনাবাহিনী সিদ্ধান্ত নেবে: রুশ পররাষ্ট্রমন্ত্রী

দ্য রিপোর্ট ডেস্ক

ডিসেম্বর ২৭, ২০২২, ১২:৪৯ পিএম

রুশনিয়ন্ত্রিত অঞ্চল ইউক্রেন না ছাড়লে সেনাবাহিনী সিদ্ধান্ত নেবে: রুশ পররাষ্ট্রমন্ত্রী

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ বলেন, ‘আমাদের প্রস্তাবগুলো সম্পর্কে কিয়েভ ভালো করেই জানে। এখন তারা প্রস্তাবগুলো মানবে কি না, সেটা তাদের ব্যাপার। যদি না মানে, তবে এ ব্যাপারে আমাদের সেনাবাহিনী সিদ্ধান্ত নেবে।’

তাসকে দেওয়া সাক্ষাৎকারে লাভরভ আরও বলেন, ‘আমাদের কথা খুব সোজা। ইউক্রেনে রুশ নিয়ন্ত্রিত অঞ্চলগুলোকে নিরস্ত্রীকরণ ও নাৎসিবাদমুক্ত করতে হবে। এসব অঞ্চলে রাশিয়ার জন্য যা হুমকিস্বরূপ, তা দূর করতেই আমরা এই প্রস্তাব দিয়েছি।’

লাভরভ বলেন, কথা খুব সহজ। নিজেদের ভালোর জন্য ইউক্রেনকে প্রস্তাব মেনে নিতে হবে, তা না হলে এই ইস্যুতে রাশিয়ার সেনাবাহিনী সিদ্ধান্ত নেবে। রাশিয়ার প্রতিরক্ষাবাহিনী গতকাল সোমবার দাবি করেছে, দেশটির দক্ষিণাঞ্চলে অ্যাঙ্গেলস বোমারু বিমানঘাঁটিতে ইউক্রেনের ছোড়া একটি ড্রোনের আঘাতে তিনজন নিহত হয়েছেন।

এর আগের দিন গত রোববার বড়দিনে ইউক্রেনের বেশ কয়েকটি শহরে বোমা ও রকেট হামলা চালিয়েছে রুশ বাহিনী।

প্রেসিডেন্ট পুতিন বলেছিলেন, ইউক্রেনকে নাৎসিবাদমুক্ত ও নিরস্ত্রীকরণ করতে রাশিয়া এ অভিযান শুরু করেছে।

Link copied!