ইউক্রেনের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় মারিওপল শহরে অবস্থানরত সেনাদেরকে আত্মসমর্পণের জন্য রাশিয়া যে সময়সীমা বেঁধে দিয়েছিল তা প্রত্যাখ্যান করেছে জেলেনস্কি সরকার।
উক্রেনের প্রধানমন্ত্রী দেনিস শ্মেহাল বলেছেন, “তার দেশের সেনারা কোনোভাবেই আত্মসমর্পণ করবে না বরং শেষ পর্যন্ত রাশিয়ার বিরুদ্ধে লড়াই করবে।” সেনারা জীবন বাজি রেখে শেষ পর্যন্ত লড়াই করতে চায় বলে এখনো মারিওপল শহরের পতন ঘটে নি বলেও তিনি জানান।
মার্কিন স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল এবিসি'র "দিস উইক" প্রোগ্রামে গতকাল রবিবার তিনি এসব কথা বলেন। এর কয়েক ঘন্টা আগে ইউক্রেনের সেনাদের আত্মসমর্পণের জন্য রাশিয়ার বেঁধে দেয়া সময়সীমা শেষ হয়।
মার্কিন টেলিভিশনের ওই অনুষ্ঠানে ইউক্রেনিয় প্রধানমন্ত্রী আরও বলেন, “সম্ভব হলে রাশিয়ার সঙ্গে তার দেশ কূটনৈতিক সমাধান চায়, তবে রাশিয়া যদি আলোচনা না চায় তাহলে আমরা শেষ পর্যন্ত লড়াই করব, আমরা আত্মসমর্পন করবো না।”
ওই অনুষ্ঠানে তিনি রাশিয়ার বিরুদ্ধে লড়াইয়ের জন্য পশ্চিমা দেশগুলোর কাছে আরো অস্ত্র এবং অর্থনৈতিক সহায়তার আবেদন জানান।
গত ১ মার্চ থেকে মারিওপল শহর অবরুদ্ধ করে রেখেছে রাশিয়ার সেনারা এবং শহরটিতে ইউক্রেনের কত সেনা আটকা পড়েছে তা পরিষ্কার নয়।