রুশ হামলায় ইউক্রেনের একমাত্র এস-৩০০ ধ্বংস

দ্য রিপোর্ট ডেস্ক

এপ্রিল ১৩, ২০২২, ১২:১৬ এএম

রুশ হামলায় ইউক্রেনের একমাত্র এস-৩০০ ধ্বংস

ইউক্রেনের একমাত্র আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এস-৩০০ ধ্বংস করে দিয়েছে রাশিয়ার সেনাবাহিনী। দেশটিতে সামরিক হামলা শুরুর পর সহযোগিতার অংশ হিসেবে স্লোভাকিয়া সরকার ওই একমাত্র এস-৩০০ ক্ষেপণাস্ত্রটি দিয়েছিল।  

গতকাল সোমবার রুশ মন্ত্রণালয় দাবি করেছে, ক্রুজ ক্ষেপণাস্ত্রের মাধ্যমে নিখুঁতভাবে হামলা চালিয়ে ইউক্রেনের কাছে থাকা এস-৩০০ আকাশ প্রতিরক্ষাব্যবস্থাকে ধ্বংস করা হয়েছে।

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতির বরাত দিয়ে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের খবরে  বলা হয়, নিপ্রোপেত্রভস্ক শহরের উপকণ্ঠে একটি হ্যাঙ্গারে হামলা চালানো হলে এস-৩০০  ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাব্যবস্থাটি ধ্বংস হয়। ইউরোপের একটি দেশ ইউক্রেনকে এই ক্ষেপণাস্ত্র ব্যবস্থা দিয়েছিল।

এদিকে, রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, রাশিয়ার সামরিক বাহিনী সমুদ্র থেকে কালিবর ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। এতে চারটি এস-৩০০ লাঞ্চার ধ্বংস এবং ইউক্রেনের ২৫ জন সেনা নিহত হয়। এ ছাড়া এস-৩০০-এর টার্গেটিং রাডারকেও ধ্বংস করা হয়েছে।

গত শুক্রবার স্লোভাকিয়া ঘোষণা দিয়েছিল যে, রাশিয়ার কাছ থেকে পাওয়া এস-৩০০ ক্ষেপণাস্ত্রব্যবস্থা ইউক্রেনকে দান করেছে।

ইউক্রেনকে এস-৩০০ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাব্যবস্থা দেওয়ার পর স্লোভাকিয়াকে আমেরিকা প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্রব্যবস্থা দেওয়ার ঘোষণা দিয়েছিল। তবে ওই ঘোষণার পর এখন পর্যন্ত ইউক্রেন সরকার ওই ক্ষেপণাস্ত্র পায়নি বলে জানা গেছে।

Link copied!