লিবিয়ায় প্রেসিডেন্ট নির্বাচনে লড়বেন গাদ্দাফির ছেলে

দ্য রিপোর্ট ডেস্ক

নভেম্বর ১৪, ২০২১, ০৯:০১ পিএম

লিবিয়ায় প্রেসিডেন্ট নির্বাচনে লড়বেন গাদ্দাফির ছেলে

লিবিয়ার প্রয়াত নেতা মুয়াম্মার গাদ্দাফির ছেলে সাইফ আল-ইসলাম আল-গাদ্দাফি এবার দেশটির প্রেসিডেন্ট নির্বাচনে লড়বেন। আসন্ন ২৪ ডিসেম্বরের নির্বাচনে প্রেসিডেন্ট পদে লড়াইয়ের জন্য তিনি নিবন্ধন করেছেন। রবিবার (১৪ নভেম্বর) বার্তাসংস্থা রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। 

প্রতিবেদনে বলা হয়, সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ছবিতে ঐতিহ্যবাহী বাদামী পোশাক, পাগড়ি, ধূসর দাড়ি ও চশমা পরা অবস্থায় সাইফ আল-ইসলামকে দেখা গেছে। দেশটির দক্ষিণাঞ্চলের একটি নির্বাচন অফিসে এ অবস্থায় তাকে দেখা যায়। সেখানে তিনি নিবন্ধন সংক্রান্ত বিষয়ে স্বাক্ষর করেন।

গাদ্দাফির ছেলে এবারের নির্বাচনে দেশটির পূর্বাঞ্চলের সামরিক কমান্ডার খলিফা হাফতার, প্রধানমন্ত্রী আবদুলহামিদ আল-দাবিবাহ ও পার্লামেন্টের স্পিকার আগুইলা সালেহও প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

২৪ ডিসেম্বরের নির্বাচনে বেশিরভাগ লিবিয়ার বিরোধী দল ও বিদেশি শক্তির সমর্থন সত্ত্বেও নির্বাচন নিয়ে এখনো সন্দেহ রয়েছে। কারণ প্রতিদ্বন্দ্বী দলগুলো নির্বাচনের নিয়ম ও সময়সূচি নিয়ে এখনো একমত হতে পারেনি।

 

Link copied!