শিনজো অ্যাবের অবস্থা আশঙ্কাজনক, রক্তপাত হয়েছে গলা থেকে

দ্য রিপোর্ট ডেস্ক

জুলাই ৮, ২০২২, ১২:০৪ পিএম

শিনজো অ্যাবের অবস্থা আশঙ্কাজনক, রক্তপাত হয়েছে গলা থেকে

গুলিবিদ্ধ হওয়ার পর হাসপাতালে নেওয়া হয়েছে জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজো অ্যাবেকে। অবস্থা সংকটাপন্ন বলে জাপানের স্থানীয় গণমাধ্যম কিয়োডোর বরাত দিয়ে রয়টার্সের খবরে জানানো হয়েছে।

জাপানের সংবাদ সংস্থা জিজি প্রেস বলছে, ক্ষমতাসীন লিবারেল ডেমোক্রেটিক পার্টির একটি সূত্র জানিয়েছে, গুলিবিদ্ধ হওয়ার পর শিনজো অ্যাবের গলা থেকে রক্তপাত হয়।

জাপানের স্থানীয় সময় সকাল সাড়ে ১১টা নাগাদ রাজনৈতিক কর্মসূচিতে বক্তব্য দিচ্ছিলেন শিনজো অ্যাবে। এসময় জোরে গুলির শব্দ শোনা যায়। প্রত্যক্ষদর্শীরা প্রথমে বুঝতে পারেনি বিকট শব্দের কারণ। এরপরই শিনজো মাটিতে পড়ে যান এবং প্রচুর রক্তক্ষরণ হয়। রক্তাক্ত অবস্থায় তাঁকে উদ্ধার করা হয়েছে।

জাপানের গণমাধ্যম এনএইচকের খবর বলছে, ঘটনাস্থলে কয়েকটি গুলির শব্দ শোনা গেছে। এরপর ধোঁয়ায় চারদিক ছেয়ে যায়। একটি রেলস্টেশনের বাইরে বক্তব্য দেওয়ার সময় সাবেক এই প্রধানমন্ত্রীকে গুলি করা হয়।

ঘটনাস্থলে থাকা এনএইচকের এক সংবাদকর্মী বলেছেন, অ্যাবের বক্তব্য চলাকালে তিনি দুটি গুলির শব্দ শুনেছেন।

ঘটনাস্থল থেকে সন্দেহভাজন এক যুবককে আটক এবং একটি বন্দুক উদ্ধার করেছে নিরাপত্তা বাহিনী।

জাপানে দুই মেয়াদে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন অ্যাবে। তিনি দেশটিতে সবচেয়ে বেশি সময় প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। অসুস্থতার কারণে ২০২০ সালে তিনি পদত্যাগ করেন। তবে ক্ষমতায় থাকা লিবারেল ডেমোক্রেটিক দলের (এলডিপি) ওপর তাঁর যথেষ্ট প্রভাব রয়েছে।

Link copied!