জুন ৪, ২০২২, ০১:২০ পিএম
শ্রীলঙ্কার উত্তরাঞ্চলীয় জাফনা জেলা থেকে পার্লামেন্টের এক সদস্যের বাড়ি থেকে নিরাপত্তারক্ষী হিসেবে কর্মরত এক সৈনিকের মরদেহ উদ্ধার করা হয়েছে।
স্থানীয় সময় শনিবার সকালে সংসদ সদস্য এম এ সুমন্থিরানসের কলম্বোর ওয়েলওয়াট্টার বাড়ি থেকে ওই সৈনিকের মরদেহ উদ্ধার করে পুলিশ।
শ্রীলঙ্কার দ্য ডেইলি মিররের এক প্রতিবেদনে বলা হয়, ২২ বছর বয়সী ওই সৈনিক দেশটির নুয়ারা এলিয়া জেলার ওয়ালাপানে গ্রামের বাসিন্দা। তবে ওই সৈনিকের নাম ও পরিচয় জানা যায়নি।
পুলিশ জানিয়েছে, তারা ধারণা করছেন ওই সেনা টি৫৭ রাইফেল দিয়ে নিজেই নিজেকে গুলি করেছেন। ওই এমপির বাড়িতে দায়িত্ব পালন করতে আরও সাত সেনাকে পাঠানো হয়েছিল বলেও জানায় পুলিশ। নিহতের ঘটনাটি পুলিশ তদন্ত করছে।