সেপ্টেম্বর ২, ২০২১, ১২:৪৩ এএম
সরকার গঠনের আগেই ক্ষমতার ভাগাভাগি নিয়ে দুই দলের মধ্যকার বিরোধ প্রকাশ্যে আসায় অস্বস্তিতে পড়েছে আফগানিস্তানের ক্ষমতা দখলকারী তালেবান।
বুধবার (১ সেপ্টেম্বর) দেশটির স্থানীয় গণমাধ্যমসূত্রে জানা যায়, আসন্ন মন্ত্রিসভায় ঠাঁই পাওয়া নিয়ে হক্কানি গোষ্ঠী এবং কন্দহরের মোল্লা ইয়াকুব গোষ্ঠীর মধ্যে মতবিরোধ দেখা দিয়েছে। যা সরকার গঠনের আগেই চাপে ফেলছে তালেবানকে।
তালেবান সেনাবাহিনীর দায়িত্বে রয়েছে মোল্লা ইয়াকুব গোষ্ঠী। নতুন সরকারের মন্ত্রিসভায় ঠাঁই দেওয়ার দাবি জানিয়েছে তারা। কিন্তু হক্কানি গোষ্ঠী সেখানে নিজেদের প্রভাব খাটানোর চেষ্টা করছে বলে অভিযোগ উঠছে। শুধু তাই নয়, মোল্লা ইয়াকুব নাকি স্পষ্ট জানিয়েও দিয়েছেন, যারা কাতারের দোহায় সংস্থাটির প্রধান কার্যালয়ে বসে আছেন, তাদের হুকুম শুনতেও তিনি রাজি নন।
শুধু হক্কানি বা ইয়াকুব গোষ্ঠীই নয়, একে একে তালেবানের অন্য গোষ্ঠীগুলিও নিজেদের অধিকার নিয়ে সরব হতে শুরু করেছে। আর তাতেই সিঁদুরে মেঘ দেখছেন তালেবানের শীর্ষ নেতারা। আর তাই নতুন করে প্রশ্ন উঠছে, ফের আরও একটা গৃহযুদ্ধের সম্মুখীন হবে না তো আফগানিস্তান!
এই আশঙ্কা একেবারে উড়িয়ে দেওয়া যাচ্ছেনা। ১৯৯৬ সালে তালেবান গোষ্ঠী যখন আফগানিস্তানের ক্ষমতায় এসেছিল, তখনও গোষ্ঠীদ্বন্দ্বে জড়িয়ে পরে তারা।
সূত্রের খবরে জানা যায়, সেই ঘটনার যাতে পুনরাবৃত্তি না হয়, তাই কাবুলে তালেবানের শীর্ষ নেতাদের নিয়ে বৈঠক চালাচ্ছেন সংস্থাটির প্রধান হাইবাতুল্লা আখুন্দজাদা।
https://www.hindustantimes.com/world-news/yaqoob-and-haqqani-factions-fight-over-taliban-government-101630474732128.html
এর আগেই) কাতারে অবস্থিত সংগঠনটির রাজনৈতিক কার্যালয়ে বিবিসি পশতুকে দেওয়া এক সাক্ষাৎকারে আগামী দু’দিনের মধ্যে তালেবানের সরকার ঘোষণা করার কথা জানিয়েছিলেন সংগঠনটির আরেক নেতা শের আব্বাস স্তানিকজাই।
তিনি বলেন, আগামী দু’দিনের মধ্যে তালেবানের অর্ন্তবর্তীকালীন সরকার ঘোষণা করা হতে পারে— এটি হবে সবার অংশগ্রহণে ঐক্যমতের সরকার। এই সরকারের নিচু স্তরে নারীদের ভূমিকা থাকবে, তবে উচ্চ পর্যায়ে তাদের দেখা যাবে না।
স্তানিকজাই বলেন, বিগত দুই যুগ ধরে আফগানিস্তানের সরকারে যারা ছিলেন তারা হয়তো এবার থাকছেন না।
তালেবানের এই নেতা বলেন, আগামী দু’দিনের মধ্যে বিমানবন্দর পুনরায় কার্যক্রম শুরু করার জন্য প্রস্তুত হবে। এদিকে, একটি সূত্রের বরাত দিয়ে ফরাসি বার্তাসংস্থা এএফপি বলেছে, বুধবার টেকনিশিয়ানদের বহনকারী কাতারের একটি বিমান কাবুলে অবতরণ করেছে।
গত ১৪ আগস্ট আফগানিস্তানের শাসন ক্ষমতা তালেবানের দখলে যাওয়ার পর যুক্তরাষ্ট্র-নেতৃত্বাধীন পশ্চিমা সামরিক বাহিনী এক লাখ ২৩ হাজারের বেশি মানুষকে কাবুল থেকে সরিয়ে নেয়। কিন্তু দেশটিতে এখনও লাখ লাখ আফগান তালেবানের ঝুঁকিতে আছেন।
এছাড়া বুধবার রাতে আফগানিস্তানে দখলদারদের বিরুদ্ধে প্রতিরোধের প্রতীক পাঞ্জশির উপত্যকা ঘিরে ফেলার দাবি করেছেন তালেবানের জ্যেষ্ঠ নেতা আমির খান মোত্তাকি। তিনি সেখানকার বিদ্রোহীদের আত্মসমর্পণেরর আহ্বানও জানিয়েছেন।
এক অডিও বার্তায় আমির খান মুত্তাকি বলেন, পাঞ্জশিরের যোদ্ধাদের সঙ্গে আলোচনা ব্যর্থ হয়েছে। তাদের আত্মসমর্পণে আগ্রহী করে তুলতে স্থানীয়দের প্রতি আহ্বান জানানো হয়েছে।
গত ১৫ আগস্টে তালেবানের হাতে আফগান রাজধানী কাবুলের পতনের পর পার্বত্য উপত্যকাই একমাত্র প্রদেশ যেটি এখনও দখল করতে পারেনি তালেবান। যদিও পার্শ্ববর্তী বাগলান প্রদেশে তালেবান ও স্থানীয় মিলিশিয়া বাহিনীর মধ্যে লড়াই চলছে।
সোভিয়েতবিরোধী মুজাহিদিন কমান্ডার আহমাদ শাহ মাসুদের ছেলে আহমাদ মাসুদ পাঞ্জশির উপত্যকায় স্থানীয় মিলিশিয়া ও সেনাবাহিনী এবং বিশেষ বাহিনীর অবশিষ্ট কয়েক হাজার সদস্যের নিয়ে তালেবানবিরোধী বাহিনী গড়ে তুলেছেন।
আফগানিস্তানের ক্ষমতাচ্যুত প্রতিরক্ষামন্ত্রী বিসমিল্লাহ মোহাম্মাদি বলেন, পাঞ্জশিরে রাতের বেলার হামলায় তালেবান পিছু হটেছে। এতে ৩৪ তালেবান সদস্য নিহত ও ৬০ জনের বেশি আহত হয়েছেন।
সূত্র: হিন্দুস্তান টাইমস,রয়টার্স,বিবিসি।