শ্রীলঙ্কায় সরকার বিরোধী বিক্ষোভকারীদের সঙ্গে সংঘর্ষের পর দেশটির ক্ষমতাসীন দলের এক সংসদ সদস্য মারা গেছেন বলে নিশ্চিত করেছে পুলিশ। এছাড়াও আরও বেশ কয়েকজন আহত হয়েছে। সোমবার সহিংসতার সময় এ ঘটনা ঘটে।
সোমবার এই খবর জানিয়েছে ভারতের সংবাদমাধ্যম এনডিটিভি। ওই এমপির নাম অমরাকীর্থি আথুকোরালা।
শ্রীলঙ্কান কর্মকর্তাদের বরাতে এনডিটিভি জানিয়েছেন, নিতাম্বুওয়া এলাকায় বিক্ষোভকারীদের সামনে পড়েন অমরাকীর্থি। বিক্ষোভকারীরা তার গাড়ি ঘিরে ধরেন। এ সময় তিনি গুলি চালালে দুই ব্যক্তি আহত হন। এরপর তিনি পার্শ্ববর্তী একটি ভবনে আশ্রয় নেওয়ার চেষ্টা করেন। পরে তার মরদেহ পাওয়া যায়।
এদিকে দেশজুড়ে চলমান ভয়াবহ অর্থনৈতিক সংকট ও বিক্ষোভের মুখে পদত্যাগ করেছেন শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী মাহিন্দা রাজপক্ষে। সোমবার তিনি প্রেসিডেন্ট গোতাবায়া রাজপক্ষের দফতরে পদত্যাগপত্র জমা দেন।
দেশটির রাজধানী কলম্বোয় সরকারবিরোধী একটি বিক্ষোভস্থলে হামলার পর পদত্যাগ করলেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর পাশাপাশি পদত্যাগ করেছেন দেশটির স্বাস্থ্যমন্ত্রী অধ্যাপক চান্না জয়সুমানা।