সাবেক আফগান ভাইস প্রেসিডেন্টের ভাইকে হত্যা

দ্য রিপোর্ট ডেস্ক

সেপ্টেম্বর ১১, ২০২১, ১০:৪৬ এএম

সাবেক আফগান ভাইস প্রেসিডেন্টের ভাইকে হত্যা

আফগানিস্তানের সাবেক ভাইস প্রেসিডেন্ট আমরুল্লাহ সালেহ’র ভাই রোহুল্লাহ আজিজিকে হত্যার করেছে। এমনকি তালেবানরা তার দাফনেও বাধা দিচ্ছে। শুক্রবার (১০ সেপ্টেম্বর) বার্তা সংস্থা রয়টার্সকে এ তথ্য জানিয়েছেন নিহতের ভাগ্নে এবাদুল্লাহ সালেহ।

ভারতীয় গণমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, কাবুল পতনের পর পাঞ্জশির উপত্যকায় তালেবান বিরোধী লড়াইয়ে অন্যতম নেতা ছিলেন আমরুল্লাহ সালেহ। তালেবানরা অঞ্চলটি দখল করার কয়েকদিন পর সংবাদটি প্রকাশ্যে এলো।

শুক্রবার লিখিত এক বার্তায় রয়টার্সকে এবাদুল্লাহ সালেহ বলেন, ‘তারা আমার চাচাকে মৃত্যুদণ্ড দিয়েছে। গতকাল তাকে হত্যা করেছে এবং তারা আমাদের তাকে দাফন করতে দেয়নি। তালেবান বলেছে, তার (রোহুল্লাহ আজিজী) শরীর পচা উচিত।’

তালেবানের তথ্য সেবা কেন্দ্র আলেমারাহর উর্দু ভাষার অ্যাকাউন্ট থেকে বলা হয়েছে, তাদের কাছে থাকা খবর অনুযায়ী রোহুল্লাহ পাঞ্জশিরে যুদ্ধে মারা পড়েছেন।

তবে টোলো নিউজের এক সাংবাদিক জানিয়েছেন, পাঞ্জশির থেকে পালানোর চেষ্টাকালে রোহুল্লাহ তালেবান যোদ্ধাদের হাতে আটক হন। পরে তাকে হত্যা করা হয়।

রোহুল্লাহ’র ভাই, গত মাসে ক্ষমতাচ্যুত আফগানিস্তানের পশ্চিমা সমর্থিত সরকারের গোয়েন্দা সংস্থা ন্যাশনাল ডিরেক্টরেট অব সিকিউরিটির সাবেক প্রধান আমরুল্লাহ সালেহকে তালেবানরা এখনও ধরতে পারেনি। সালেহ এখন ঠিক কোথায় আছেন, তাও স্পষ্ট নয়।

 

সূত্র: রয়টার্স।

Link copied!