মিশর সীমান্তে এক বন্দুকধারীর গুলিতে ইসরাইলি সেনাবাহিনীর তিন সদস্য নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও কয়েকজন। হামলার পর ওই বন্দুকধারীকে গুলি করে হত্যা করা হয়েছে ইসরায়েলি সেনাবাহিনী।
ইসরাইলি বাহিনীর বরাত দিয়ে বিবিসি ও গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়, মিশর সীমান্তে এক অস্ত্রধারী ইসরাইলি সেনাদের লক্ষ্য করে গুলি চালালে হতাহতের এ ঘটনা ঘটে। নিহতদের মধ্যে একজন নারী সেনা সদস্যও রয়েছেন।
প্রতিবেদনে আরও বলা হয়, সীমান্তে সংঘর্ষের সময় মিশরের সীমান্তরক্ষী বাহিনীর একজন কর্মকর্তা নিহত হয়েছেন। ইসরাইলি সেনাদের গুলিতে ঐ কর্মকর্তা প্রাণ হারিয়েছেন বলে জানা গেছে। নিতসানা ক্রসিং পয়েন্টের কাছে গুলি বিনিময়ের এ ঘটনা ঘটেছে।
এদিকে, বন্দুকধারীর গুলিতে তিন সেনার মৃত্যুর পরই সেনা কমান্ডারদের সাথে জরুরি বৈঠক করেছেন ইসরাইলের যুদ্ধ বিষয়কমন্ত্রী।
তেলাআবিব বলছে, পূর্ব পরিকল্পনা অনুযায়ী ইসরাইলি সেনাদের নিশানা করে গুলি ছোড়ে ওই বন্দুকধারী ব্যক্তি