সুদানে সেনাশাসনবিরোধী বিক্ষোভে অংশ নিয়েছেন কয়েক হাজার মানুষ। বিক্ষোভকারীদের সঙ্গে সংঘাতে আহত হয়েছে ৫৮ পুলিশ। বিক্ষোভ দমাতে ধরপাকড় শুরু করেছে দেশটির আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আটক হয়েছেন ১১৪ জন। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছে সুদানের পুলিশ বাহিনী।
সেনা অভ্যুত্থানের দুই মাস পূর্তি উপলক্ষে স্থানীয় সময় গতকাল শনিবার (২৫ ডিসেম্বর) রাজধানী খার্তুমের পথে প্রায় ১০ হাজার মানুষ বিক্ষোভে অংশ নেন। তারা প্রেসিডেন্ট প্রাসাদের দিকে যাওয়ার চেষ্টা করেন। এ সময় বিক্ষোভকারীরা সেনাদের ব্যারাকে ফিরে যাওয়ার স্লোগান দেন। বেসামরিক সরকারের কাছে দ্রুত ক্ষমতা হস্তান্তরের দাবি তোলেন।
দেশটির পুলিশ কাঁদানে গ্যাসের শেল ছুড়ে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দেয়। সেখানকার হাসপাতালে কাঁদানে গ্যাসের শেল ছোড়ার অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে। তবে এই বিক্ষোভে ঠিক কতজন আহত হয়েছেন, তা জানা যায়নি।
সংবাদমাধ্যম রয়টার্সের তথ্য অনুযায়ী, দেশটির পুলিশ এক বিবৃতিতে তাদের ৫৮ জন সদস্যের আহত হওয়ার খবর জানিয়েছে। এদিন বিক্ষোভ হয়েছে সুদানের বিভিন্ন শহরেও।