মিয়ানমারের ক্ষমতাচ্যুত নেত্রী অং সান সু চিকে পাঁচ মামলায় সাধারণ ক্ষমা দিয়েছে দেশটির বর্তমান জান্তা সরকার। মঙ্গলবার (১ আগস্ট) এমনটিই জানানো হয়েছে মিয়ানমারের রাষ্ট্রীয় গণমাধ্যমে।
ওই পাঁচ মামলায় সু চিকে মোট ৩৩ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছিল।
শান্তিতে নোবেল জয়ী অং সান সুচিকে গত সপ্তাহে কারাগার থেকে গৃহবন্দি করা হয়েছে। রাজধানী নেপিদোর একটি সরকারি বাসভবনে নেওয়া হয়। ২০২১ সালের গোড়ার দিকে অভ্যুত্থান ঘটিয়ে সু চি সহ তার দলের অনেক নেতা ও বহু মানুষকে আটক করে জান্তা সরকার। ক্ষমতা দখলে নিয়ে জরুরি অবস্থা জারি রেখেছে জান্তা প্রধান মিন অং হ্লাইং।
মিয়ানমারের রেডিও ও টেলিভিশনে মঙ্গলবার সাধারণ ক্ষমার বিষয়টি জানানো হয়। তবে পাঁচ মামলায় ক্ষমা পেলেও তাকে এখনও বন্দী থাকতে হবে বলে নিশ্চিত করেছে একটি সূত্র।
পরিচয় প্রকাশে অনিচ্ছুক সূত্র জানায়, "তিনি গৃহবন্দী অবস্থা থেকে মুক্ত হবেন না।"
জানা যায়, পাঁচটি মামলায় তাকে ক্ষমা করা হলেও এখনও আরো ১৪টি মামলা রয়েছে তার রিরুদ্ধে। ফলে তিনি কারামুক্ত হতে পারছেন না।