সু চি’র বিরুদ্ধে দুর্নীতি মামলার রায় ঘোষণা স্থগিত

দ্য রিপোর্ট ডেস্ক

এপ্রিল ২৫, ২০২২, ০৩:৪৯ পিএম

সু চি’র বিরুদ্ধে দুর্নীতি মামলার রায় ঘোষণা স্থগিত

মিয়ানমারের ক্ষমতাচ্যুত নেত্রী অং সান সু চি’র বিরুদ্ধে দায়েরা করা একটি দুর্নীতি মামলার রায় ঘোষণা স্থগিত করেছেন দেশটির এক আদালত। ক্ষমতাসীন সামরিক সরকারের এক মুখপাত্র এ তথ্য জানিয়ছেন।খবর এএফপি’র।

মিয়ানমারের গণতন্ত্রপন্থী নেত্রী সু চির বিরুদ্ধে একাধিক দুর্নীতির মামলা রয়েছে। এর মধ্যে ৬ লাখ ডলার ও ১১ দশমিক ৪ কেজি স্বর্ণ ঘুষ গ্রহণের মামলার রায় ঘোষণার দিন ছিল সোমবার।  তবে সামরিক বাহিনীর রাজধানী নেপিদোতে তৈরি বিশেষ আদালত ওই রায় ঘোষণা স্থগিত করেন।

সামরিক সরকারের মুখপাত্র জাও মিন তুন এএফপিকে বলেন, ‘আজ (সোমবার) কোনো রায় হচ্ছে না।’ কবে নাগাদ রায় ঘোষণা হতে পারে, সে বিষয়ে তিনি বিস্তারিত কিছু বলেননি।

বার্তা সংস্থা এএফপি’র খবরে বলা হয়, দুর্নীতির ওই মামলায় সু চি দোষী প্রমাণিত হলে তার  ১৫ বছরের সাজা হতে পারে। গণমাধ্যমের সঙ্গে মামলার বিষয়ে সু চির আইনজীবীর কথা বলার ওপরও নিষেধাজ্ঞা রয়েছে।

মামলা সূত্রে জানা যায়, ইয়াঙ্গুনের সাবেক চিফ মিনিস্টার ফিও মিন থেইনের কাছ থেকে ৬ লাখ ডলার ও ১১ দশমিক ৪ কেজি স্বর্ণ ঘুষ নেওয়ার অভিযোগে সু চির বিরুদ্ধে মামলা করা হয়। একসময় ফিওকে সু চির উত্তরসূরি মনে করা হতো।

কাতারভিত্তিক গণমাধ্যম আলজাজিরা ও ব্রিটিশ গণমাধ্যম বিবিসি’র খবরে বলা হয়, চলতি বছরের ফেব্রুয়ারি মাসে সামরিক বাহিনীর হাতে ক্ষমতাচ্যুত হওয়ার আগে ৭৬ বছর বয়সী অং সান সু চি মিয়ানমারের নির্বাচিত বেসামরিক সরকারের নেতৃত্বে ছিলেন।

ক্ষমতাচ্যুত হওয়ার পরই এই নোবেলজয়ীর বিরুদ্ধে বিক্ষোভে উসকানি ও দুর্নীতি থেকে শুরু করে নির্বাচনী, রাষ্ট্রীয় গোপনীয়তা আইন লঙ্ঘনসহ বেশ কিছু অভিযোগ আনা হয়েছে। সু চির বিরুদ্ধে ১১টি মামলা চলমান রয়েছে। এখন পর্যন্ত  দুটি তুলনামূলক ছোট অপরাধে দোষী সাব্যস্ত হওয়ায় সু চি’র ছয় বছরের সাজা হয়েছে।

 অন্যসব মামলায় দোষী সাব্যস্ত হলে সম্মিলিতভাবে তাঁর সর্বোচ্চ সাজার পরিমাণ ১৫০ বছর ছাড়িয়ে যেতে পারে।এমতাবস্থায়  মিয়ানমারের স্বৈরতন্ত্রের বিরুদ্ধে সামনে থেকে নেতৃত্ব দেওয়া সু চির রাজনীতিতে ফেরার সুযোগ থাকছে না বলে মনে করছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা।

বর্তমানে অজ্ঞাত স্থানে ৭৬ বছর বয়সী সু চিকে আটকে রাখা হয়েছে। তাঁর সঙ্গে কাউকে দেখা করতে দেওয়া হয় না। তবে নিজের বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করেছেন তিনি।

Link copied!