মিয়নিমারের গণতন্ত্রকামী নেতা অং সান সু চি’র বিরুদ্ধে নতুন একটি অভিযোগ দায়ের করেছে মিয়ানমারের জান্তা সরকার। তার বিরুদ্ধে ২৫ নং ধারার অন্তর্গত ‘প্রাকৃতিক দুর্য়োগ ব্যবস্থাপনা আইনের’ আওতায় নতুন মামলা করা হয়েছে। সু চি’র আইনজীবি মিন মিন সু বার্তা সংস্থা এএফপিকে এ তথ্য নিশ্চিত করেছেন।
মিন বলেন, ‘তার বিরুদ্ধে ছয়টি মামলা করা হয়েছে। এর মধ্যে পাঁচটি মামলা করা হয়েছে রাজধানী নেপিডোতে আর একটি মামলা করা হয়েছে ইয়াঙ্গুনে।’
মিন আরও জানান, নেপিডোতে গৃহবন্দি সু চি শারিরীকভাবে সুস্থ আছেন। কিন্তু তিনি সন্দিহান যে,গত দুইমাস ধরে দেশে যে দমন-পীড়ন চলছে সে সম্পর্কে তিনি আদৌ কিছু জানেন কিনা।
সু চি তার আইনজীবির সাথে সাক্ষাৎকারের আবেদন করেছে। তার পরবর্তী শুনানি ২৬ এপ্রিল। গত ১ ফেব্রুয়ারি সেনা বাহিনী আটক করার পর তাকে আর জনসম্মুখে দেখা যায়নি।
এদিকে জান্তা বাহিনী ক্রমান্বয়ে সহিংস হয়ে উঠছে দেশের চলমান বিক্ষোভকারীদের বিরুদ্ধে। অং সান সু চি’র মুক্তি ও দেশে গণতান্ত্রিক সরকারকে ফিরিয়ে আনতে করা চলমান বিক্ষোভে এ পর্যন্ত ৭০০’র বেশি মানুষ প্রাণ হারিয়েছে। দেশটির অ্যাসিসটেন্স অ্যাসোসিয়েশন ফর পলিটিক্যাল প্রিজনার্স নামক সংগঠনের তথ্যমতে এ পর্যন্ত অন্তত তিন হাজার মানুষ গ্রেপ্তার হয়েছে।
দ্য স্ট্রেইটস টাইমস।