মিয়ানমারে মান্দালায় শনিবার একটি শিপইয়ার্ডে পুলিশের গুলিতে দুই বিক্ষোভকারী নিহতের একদিন পর রবিবার মিয়ানমার সেনাবাহিনীর ফেসবুক পেজ ডিলিটের কথা জানায় ফেসবুক কর্তৃপক্ষ।
ফেসবুকের একজন মুখপাত্র এক বিবৃতিতে বলেন, ‘কমিউনিটি সংক্রান্ত নীতিমালা বারবার অমান্য করার দায়ে, আমাদের বৈশ্বিক নীতিমালা রক্ষায় আমরা তাতমাদও ট্রু নিউজ ইনফরমেশন টিম পেজ ফেসবুক থেকে সরিয়ে দিয়েছি।’
তবে এ বিষয়ে মিয়ানমার সেনাবাহিনীর পক্ষ থেকে এখনও কোনও কিছু জানানো হয়নি। মিয়ানমার সেনাবাহিনী এই পেজে প্রতিনিয়ত দেশটির সর্বশেষ অবস্থার আপডেট জানায়। সম্প্রতি এই পেজ থেকে ভুয়া খবর দেয়ার অভিযোগ ওঠে।
২০১৮ সালে ফেসবুক থেকে দেশটির সেনাবাহিনী প্রধানসহ মোট ২০ জনকে নিষিদ্ধ করা হয়। শতশত পেজ মুছে দেওয়া হয়।গত নভেম্বরের নির্বাচনের সময়ও ফেসবুক জানায়, ৭০টি ভুয়া অ্যাকাউন্ট তারা ব্লক করেছে।
সূত্র: এবিসি নিউজ