নভেম্বর ১৬, ২০২১, ০৫:১৭ পিএম
সৌদি আরবের নাগরিকত্ব পেলেন মক্কার পবিত্র কাবা ঘরের গিলাফের (কিসওয়া) প্রধান ক্যালিগ্রাফার প্রবাসী বাংলাদেশি মুখতার আলম শিকদার। সংবাদমাধ্যম আরব নিউজের প্রতিবেদনে জানানো হয়, রবিবার (১৪ নভেম্বর) সংবর্ধনা অনুষ্ঠানে মুখতারের হাতে সম্মাননা তুলে দেন শায়খ আবদুর রহমান।
বিভিন্ন পেশার দক্ষ বিদেশিদের জন্য দেশটির সরকার নাগরিকত্ব দেওয়া শুরু করার প্রথম ধাপেই তিনি এই সুযোগ পেলেন।
সৌদি যুবরাজ মুহাম্মদ বিন সালমান ঘোষিত 'ভিশন-২০৩০' এর অংশ হিসেবে বিভিন্ন পেশার দক্ষ বিদেশিদের নাগরিকত্ব দিচ্ছে সৌদি সরকার।
সৌদি গেজেট অনুযায়ী, গত ১১ নভেম্বর সৌদি বাদশাহর এক রাজকীয় নির্দেশনায় বিভিন্ন পেশার বিশিষ্টদের নাগরিকত্ব দেওয়ার কথা জানানো হয়। তাদের মধ্যে প্রথম দিন ধর্মীয় ব্যক্তিত্ব, ইতিহাসবিদ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও চিকিৎসক, বিনিয়োগকারী, প্রযুক্তিবিদ, ক্রীড়াবিদসহ কয়েকজন বিদেশি নাগরিকত্ব পেয়েছেন।
এই তালিকায় ক্যালিগ্রাফার মুখতার আলম শিকদারের সঙ্গে আছেন ইতিহাসবিদ ড. আমিন সিদো, ড. আবদুল করিম আল সামমাক, প্রখ্যাত গবেষক ড. মুহাম্মদ আল বাকাই ও প্রখ্যাত নাট্যশিল্পী সামান আল-আনি।
বাংলাদেশী বংশোদ্ভূত মুখতার আলমের নাম রয়েছে তাদের শীর্ষে। তিনি বর্তমানে কাবা’র গিলাফ তৈরি বিভাগের চিফ ক্যালিওগ্রাফার হিসেবে কর্মরত আছেন এবং মাসজিদুল হারামে অবস্থিত ‘দারুল আরকাম ইনিস্টিটিউট’ এ হস্তলিপির প্রশিক্ষণ দিচ্ছেন।
মুখতার আলম শিকদার ১৯৬২ সালে (হিজরি ১৩২৮) মক্কায় জন্মগ্রহণ করেন। এরপর মক্কাতেই কোরআনের হিফয ও প্রাথমিক শিক্ষা সম্পন্ন করেন। তিনি মক্কার উম্মুল কুরা বিশ্ববিদ্যালয়ে ডিপ্লোমা সার্টিফিকেট গ্রহণ ও স্নাতকোত্তর করেন। ক্যালিওগ্রাফির ওপর সার্টিফিকেট অর্জন করেন।মুখতার আলম শিকদারের পৈত্রিক নিবাস বাংলাদেশের চট্টগ্রামে। তার বাবার নাম মুফিজুর রহমান শিকদার।