সুইডেনে কোরআন পোড়ানোর ঘটনায় অবশেষে নিন্দা জানিয়েছে দেশটির সরকার। একই সাথে সরকারের পক্ষ থেকে এ ধরণের ঘটনাকে ইসলামবিদ্বেষ বা মুসলিমবিরোধী মনোভাব বলেও মনে অভিহিত করা হয়েছে।
কাতারভিত্তিক গণমাধ্যম আলজাজিরার প্রতিবেদনে বলা হয়, আন্তর্জাতিক সংস্থা-অর্গানাইজেশন অব ইসলামিক কো-অপারেশনের (ওআইসি) জরুরি বৈঠকে মুসলমানদের পবিত্র ধর্মগ্রন্থের ভবিষৎ অবমাননা এড়াতে ব্যবস্থা নেওয়ার আহবান জানানোর পরই সুইডিশ সরকার ওই ঘটনার নিন্দা জানায়।
এক বিবৃতিতে সুইডিশ সরকার জানায়, “সুইডিশ সরকার ভালভাবেই বোঝে যে বিক্ষোভের নামে সুইডেনে কতিপয় ব্যক্তির ইসলামফোবিক কর্মকাণ্ড মুসলিম সম্প্রদায়ের জন্য আক্রমণাত্মক হতে পারে।”
বিবৃতিতে আরও বলা হয়, সুইডিশ সরকার এই কর্মকাণ্ডের তীব্র নিন্দা করছে। এসব কাজ কোনোভাবেই সুইডিশ সরকারের দৃষ্টিভঙ্গি প্রতিফলিত করে না বলেও বিবৃতিতে বলা হয়।
প্রসঙ্গত, সুইডেনে বসবাসরত সালওয়ান মোমেনা নামে এক ব্যক্তি স্থানীয় সময় গত ২৮ জুন ঈদুল আজহার দিনে স্টকহোমের একটি মসজিদের সামনে এ ঘটনা ঘটান। সালওয়ান এই কাজ করার জন্য সুইডেনের আদালতে আবেদন জানিয়েছিল। আদালত তাকে অনুমতি দেয়। তারপর পুলিশের উপস্থিতিতে সালওয়ান রাজধানী স্টকহোমের কেন্দ্রীয় মসজিদের সামনে এই কাজ করে। প্রথমে সালওয়ান পবিত্র কোরআনের