মিয়ানমারের জান্তা বিরোধী বিক্ষোভকারীরা হাতে বানানো অস্ত্র, বোমা ও জুতা নিয়ে বিক্ষোভ করছে।অন্যদিকে দেশটির অন্যতম জনপ্রিয় মডেল ও অভিনেতা পিয়াং তাখোনকে (২৪) গ্রেপ্তার করেছে নিরাপত্তা বাহিনী।
পিয়াংতাখোন শুরু থেকেই অভ্যুত্থান বিরোধী বিক্ষোভে সরব ছিলেন। তাখোনের বোন জানান, ভোর ৪টার দিকে প্রায় ৮টি মিলিটারি ট্রাকে ৫০’জনের মতো সৈন্য এসে তাকে উঠিয়ে নিয়ে যায়। বিক্ষোভকে সমর্থন করায় এ নিয়ে ১২০জন তারকাকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী।
মিয়ানমারের স্থানীয় গণমাধ্যম সূত্রে জানা যায় বৃহস্পতিবার (৮ এপ্রিল) এদিন প্রাণ হারিয়েছেন ১১জন বিক্ষোভকারী, আহত হয়েছেন ২০জন।
এদিন দেশটির তাজ শহরে বিক্ষোভকারীদের দমন করতে প্রথমে ৬টি সশস্ত্র যানে করে নিরাপত্তা বাহিনী আসে। বিক্ষোভকারীরা অস্ত্র, ছোড়া ও বোমা নিয়ে পাল্টা লড়াই শুরু করলে আরো ৫টি সশস্ত্র যান মোতায়েন করা হয়। এদিন সকাল থেকেই জনতার সঙ্গে সেনাবাহিনীর লড়াই চলে।
এই অঞ্চলের বাসিন্দা ও তরুণ অধিকার কর্মী হেইন মিন তিয়াক বলেন, ‘তাজ ও কালে শহরের অনেকেই জঙ্গলে আশ্রয় নিয়েছেন। তারা আগ্নেয়াস্ত্র বানাচ্ছেন। সেনাবাহিনীর হামলা থেকে স্থানীয়দের সুরক্ষা করতে তারা ফিরে আসতে শুরু করেছেন।’
সেনাবাহিনী কর্তৃক উৎখাত হওয়া মিয়ানমারের বেসামরিক সরকারের আইনপ্রণেতাদের নিয়ে গঠিত ‘ছায়া সরকার’ সিআরপিএইচ রয়টার্সকে জানায়, ‘জনগণ নিজেদের জান-মাল ও অধিকারের সুরক্ষায় নেমে পড়েছেন।’