হারিকেন ইয়ানের আঘাতে ফ্লোরিডায় ৬৬ জনের মৃত্যু, পরিদর্শনে যাবেন বাইডেন

দ্য রিপোর্ট ডেস্ক

অক্টোবর ২, ২০২২, ১২:৫২ পিএম

হারিকেন ইয়ানের আঘাতে ফ্লোরিডায় ৬৬ জনের মৃত্যু, পরিদর্শনে যাবেন বাইডেন

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে হারিকেন ইয়ানের আঘাতে অন্তত ৬৬ জনের প্রাণহানির ঘটনা ঘটেছে। এদিকে, লন্ডভন্ড ফ্লোরিডায় পরিদর্শনে যাবেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। চলতি সপ্তাহের শেষ দিকে তিনি ক্ষতিগ্রস্ত এলাকাগুলো পরিদর্শন করবেন, বিষয়টি নিশ্চিত করেছে হোয়াইট হাউজ।

ইয়ানের কারণে শনিবার পর্যন্ত বহু এলাকায় বিদ্যুৎসংযোগ বিচ্ছিন্ন ছিল। ঘূর্ণিঝড় ইয়ান ব্যাপক ধ্বংসযজ্ঞ চালিয়ে শুক্রবার ফ্লোরিডার মূল ভূখণ্ড থেকে দূরে সরে যায়।

এর আগে ইয়ান ফ্লোরিডার ইতিহাসে সবচেয়ে ভয়াবহ ঘূর্ণিঝড় হতে পারে বলে মন্তব্য করেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।

বুধবার ফ্লোরিডার উপকূলে আঘাত হানে ৪ মাত্রার শক্তিশালী হারিকেন। এতে ব্যবসা প্রতিষ্ঠানসহ বহু ঘর-বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। ভারী বৃষ্টিতে কিছু কিছু জায়গায় আকস্মিক বন্যা দেখা দিয়েছে। ঝুঁকিপূর্ণ এলাকাগুলো ছেড়ে যাওয়া বাসিন্দারা এখনও ফিরতে পারেনি।

ফ্লোরিডা পাওয়ার অ্যান্ড লাইট কোম্পানির প্রেসিডেন্ট ও সিইও এরিক সিলাগি জানান, ঝড়ে ক্ষতিগ্রস্ত কাউন্টিতে বিদ্যুৎসংযোগ পুনরায় চালু করতে রোববার থেকে এক সপ্তাহ সময় লাগতে পারে। কিছু ভবন ক্ষতিগ্রস্ত হওয়ায় সেগুলো নিরাপদ কিনা তা খতিয়ে দেখার পর সংযোগ দিতে হবে। এতে মাসখানেকও সময় লাগতে পারে।

Link copied!