২০২১ সালে নিহত হয়েছেন অন্তত ৪৬ জন সংবাদকর্মী। এবং বিশ্বজুড়ে কারাগারে রয়েছেন ৪৮৮ জন গণমাধ্যমকর্মী। স্থানীয় সময় বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) প্যারিসভিত্তিক সাংবাদিকদের আন্তর্জাতিক সংগঠন রিপোর্টার্স উইদাউট বর্ডারসের (আরএসএফ) বার্ষিক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
আরএসএফ প্রতিষ্ঠানটি বলছে, গত ২৫ বছরের মধ্যে বর্তমানে সবচেয়ে বেশি সংবাদকর্মী কারাগারে রয়েছেন। তবে, অন্যান বছরের তুলনায় সবচেয়ে কম সংবাদকর্মী নিহত হয়েছেন এ বছর।
মধ্যপ্রাচ্যের পরিস্থিতি তুলনামূলক স্থিতিশীল থাকায় গণমাধ্যমকর্মী নিহত হওয়ার ঘটনা কমেছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।
আরএসএফের প্রতিবেদন আরও বলছে, বিগত কয়েক বছরে সাংবাদিক আটক বা গ্রেপ্তারের সংখ্যা ২০ শতাংশ বেড়েছে। এরমধ্যে, মিয়ানমার, বেলারুশে ও হংকংয়ে এমন ধরপাকড়ের ঘটনা বেড়েছে।
নারী সাংবাদিক আটকের সংখ্যা আগের চেয়ে বেড়েছে বলেও আরএসএফের প্রতিবেদনে বলা হয়েছে। এ বছর নারী সাংবাদিক আটক হয়েছেন ৬০ জন, যা ২০২০ সালের তুলনায় এক-তৃতীয়াংশ বেশি।
আরএসএফের তথ্য অনুযায়ী, সবচেয়ে বেশি সাংবাদিক গ্রেপ্তার হয়েছেন। দেশটিতে ১২৭ জন সাংবাদিক গ্রেপ্তার হয়েছেন। দেশটির আধা স্বায়ত্তশাসিত অঞ্চল হংকংয়ে বিতর্কিত জাতীয় নিরাপত্তা আইনের প্রয়োগের কারণে চীনে এত বেশি সংখ্যক সাংবাদিক কারান্তরীণ বলে জানিয়েছে আরএসএফ।
সাংবাদিক গ্রেপ্তারের ঘটনায় দ্বিতীয় স্থানে রয়েছে মিয়ানমার। সে দেশে ৫৩ জন সাংবাদিক গ্রেপ্তার হয়েছেন। এর পর রয়েছে যথাক্রমে ভিয়েতনাম (৪৩), বেলারুশ (৩২) এবং সৌদি আরব (৩১)।
এ ছাড়া আরএসএফের প্রতিবেদনে আরও বলা হয়েছে সিরিয়া, ইরাক ও ইয়েমেনে সামগ্রিক পটপরিবর্তনের ফলশ্রুতিতে সহিংসতা কমতে থাকায় ২০১৬ সালের পর থেকে এসব দেশে সাংবাদিক নিহত হওয়ার ঘটনা কমছে।
আরএসএফের প্রতিবেদনে আরও বলা হয়েছে, ৪৬ জন সাংবাদিকের মধ্যে অনেককে উদ্দেশ্যপ্রণোদিতভাবে হত্যা করা হয়েছে।
এছাড়া আরএসএফ বলছে, চলতি বছর সারাবিশ্বে ৬৫ জন সংবাদকর্মী অপহৃত হয়েছে। এরমধ্যে ৬৪ জনই অপহৃত হয়েছেন মধ্যপ্রাচ্যের তিন দেশ, সিরিয়া (৪৪), ইরাক (১১) এবং ইয়েমেনে (৯)। এছাড়া অপহৃত হয়ে এপ্রিল থেকে মালিতে বন্দি রয়েছেন একজন ফরাসি সাংবাদিক।