নিউজিল্যান্ডের সাউথ আইল্যান্ডের একটি সমুদ্রসৈকতে উঠে এসে অন্তত ৩১টি তিমির মৃত্যু হয়েছে। সৈকতের তিন কিলোমিটার এলাকাজুড়ে তিমিগুলোর মরদেহ পড়ে থাকতে দেখা গেছে।
বিবিসির খবরে বলা হয়, সাউথ আইল্যান্ডের ফেয়ারওয়েল স্পিট নামে পরিচিত দীর্ঘ সৈকতটির তিমির মৃত্যুর জন্য কুখ্যাতি রয়েছে। স্থানীয় সময় বৃহস্পতিবার সেখানে বেশ কিছু তিমি আটকা পড়ে। শুক্রবার পাঁচটি তিমি উদ্ধার করে পানিতে ছেড়ে দেন উদ্ধারকারীরা। এর কয়েক ঘণ্টা পরই সেগুলোর মধ্যে দুটি তিমি আবার সৈকতে ভেসে আসে বলে বিবিসিকে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।