দীর্ঘ ৮১ বছর পর বন্ধ হয়ে যাচ্ছে বিবিসি বাংলা রেডিও। এর মধ্য দিয়ে অবসান ঘটবে একটি যুগের। আগামী পহেলা জানুয়ারি থেকে রেডিওতে আর বিবিসি শোনা যাবে না। বলা হচ্ছে ব্রিটিশ সরকারের ব্যয়সংকোচন নীতি এবং রেডিওর শ্রোতা কমে যাওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বাংলাসহ বিশ্বের মোট ১০টি ভাষায় রেডিও সম্প্রচার বন্ধ করছে বিবিসি। বন্ধ হতে যাওয়া অন্য ৯ ভাষা হচ্ছে আরবি, ফারসি, চীনা, কিরগিজ, উজবেক, হিন্দি, ইন্দোনেশীয়, তামিল ও উর্দু।
বিবিসি বাংলার রেডিও কার্যক্রম শুরু হয়েছিল ১৯৪১ সালের ১১ অক্টোবর বাংলায় ১৫ মিনিটের সাপ্তাহিক সম্প্রচারের মধ্য দিয়ে। পরে ১৯৬৫ সালে সংবাদ প্রচার শুরু হয়।
বিবিসি ওয়ার্ল্ড সার্ভিস ৩২৮টি পদ শূন্য করার মাধ্যমে দুই কোটি ৮৫ লাখ পাউন্ড সাশ্রয়ের প্রস্তাব রেখেছে। অন্যদিকে বছরে ৫০ কোটি পাউন্ড সাশ্রয়ে সিবিবিসি ও বিবিসি ফোরের কার্যক্রমকেও অনলাইনভিত্তিক করে তোলা হচ্ছে।
আন্তর্জাতিক গণমাধ্যম সম্প্রচার প্রতিষ্ঠান বিবিসি ওয়ার্ল্ড সার্ভিসের রেডিও, টিভি ও ডিজিটাল কার্যক্রম রয়েছে। সপ্তাহে বিশ্বজুড়ে প্রায় ৩৬ কোটি ৪০ লাখ মানুষর কাছে পৌঁছায় বিবিসি। এখন এর অর্ধেকই আসে অনলাইন থেকে।