চেক প্রজাতন্ত্রে বিশ্ববিদ্যালয়ে বন্দুকধারীর গুলিতে ১৫ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

ডিসেম্বর ২২, ২০২৩, ০১:২১ এএম

চেক প্রজাতন্ত্রে বিশ্ববিদ্যালয়ে বন্দুকধারীর গুলিতে ১৫ জনের মৃত্যু

ছবি: বিবিসি

চেক প্রজাতন্ত্রের রাজধানী প্রাগে এক বিশ্ববিদ্যালয়ে বন্দুকধারীর গুলিতে অন্তত ১৫ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ২৫ জনেরও বেশি। পুলিশের ‍গুলিতে বন্দুকধারীর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার ইয়ান পালাখ স্কয়ারে চার্লস বিশ্ববিদ্যালয়ে এ ঘটনা ঘটে।

মধ্য প্রাগের একটি জনপ্রিয় পর্যটন এলাকায় চার্লস বিশ্ববিদ্যালয় অবস্থিত। ঘটনার পর গোটা পালাখ স্কয়ারসহ বিশ্ববিদ্যালয়ের আশেপাশের কয়েকটি সড়ক বন্ধ করে দেওয়া হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। পাশাপাশি বিশ্ববিদ্যালয় এলাকায় কঠোর নিরাপত্তা নেয়া হয়েছে।

এদিকে রয়টার্সের এক প্রতিবেদনে জানা যায়, চার্লস বিশ্ববিদ্যালয়ের দর্শন অনুষদের এক কর্মকর্তার কাছে এই হামলার বিষয়ে একটি ইমেইলে সতর্কবার্তা পাঠানো হয়েছিল। সতর্কবার্তায় লেখা ছিল, “যেখানে আছেন সেখানেই থাকুন। কোথাও যাবেন না। যদি অফিসে থাকেন তাহলে সেটি বন্ধ রাখুন,তালা দিন। আসবাবপত্র দরজার সামনে রাখুন, বাতি নিভিয়ে দিন।”

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, হামলার সময় শিক্ষক-শিক্ষার্থীরা নিজেদের বিভিন্ন শ্রেণীকক্ষে তালাবদ্ধ করে রেখেছিল। হামলা শেষে তাদের বের হওয়ার সুযোগ দেওয়া হয়েছে।

গণমাধ্যমে ঘটনাস্থলে থাকা এক প্রত্যক্ষদর্শী বলেছেন, তিনি হঠাৎ করেই গুলির শব্দ শুনতে পেয়েছেন।

নিহতদের পরিচয় যাচাই-বাছাই করা হচ্ছে দেশটির পুলিশ গণমাধ্যমকে নিশ্চিত করেছে যে সন্দেহভাজন হামলাকারী নিহত ব্যক্তি চার্লস ইউনিভার্সিটির শিক্ষার্থী।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এক বিবৃতিতে বলেছে, ‘আমরা সবাইকে শান্ত ও সংযত থাকতে বলছি। আমরা আবারও তাদের সবার প্রতি সমবেদনা জানাই যারা তাদের প্রিয়জনদের হারিয়েছেন।’

Link copied!