২৪ ঘণ্টায় এক হাসপাতালে ১৮ যমজ শিশুর জন্ম!

দ্য রিপোর্ট ডেস্ক

অক্টোবর ২০, ২০২৪, ০৯:৪০ এএম

২৪ ঘণ্টায় এক হাসপাতালে ১৮ যমজ শিশুর জন্ম!

প্রতীকী ছবি

২৪ ঘণ্টার মধ্যে ভারতের বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ১৮ টি যমজ শিশুর জন্ম হয়েছে  ৷ মা ও সদ্যোজাত সবাই সুস্থ বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ ৷ এই ঘটনা প্রথম বলে দাবি চিকিৎসকদের ৷

বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালের সুপার তাপস ঘোষ জানান, শিশুদের মধ্যে ১১ জন কন্যসন্তান এবং ৭ জন পুত্রসন্তান রয়েছে। মা ও শিশু সবাই আছে। তবে চারজনের ওজন কম থাকায় তাদের এনআইসিইউতে রাখা হয়েছে। তাদের অবস্থাও ভালো।

তিনি আরো বলেন, হাসপাতালের সিনিয়র ডাক্তারদের সঙ্গে হাত মিলিয়ে এই চাপ সামলেছেন জুনিয়র ডাক্তাররা। কারণ যমজ শিশুর জন্ম সব সময় ঝুঁকিপূর্ণ। সেজন্য সব রকম প্রস্তুতি নেয়া হয়েছিল।

আরও পড়ুনঃঢাকা নিয়ে উদ্বিগ্ন দিল্লি, বাইডেনকে বার্তা মোদীর

এদিকে এই হাসপাতালের প্রসূতি বিভাগের প্রধান মলয় সরকার জানান, রেফারেল হাসপাতাল হওয়ায় অনেক ঝুঁকিপূর্ণ প্রসব করাতে হয় এখানে। পরিসংখানে দেখা যায়, ৮০ জনের মধ্যে একটি যমজ শিশু জন্মায়। এক্ষেত্রে একটি ছাড়া সব প্রসব হয়েছে সিজারিয়ান পদ্ধতিতে। তিনি জানান, চিকিৎসক, অজ্ঞান করার ডাক্তার, জুনিয়র ডাক্তার, নার্স সহ অন্যান্য কর্মীরা দারুণভাবে এই চ্যালেঞ্জ নিয়েছেন।

আরেক চিকিৎসক ডা. সুপ্রতিক বসু জানান, ২ কেজি থেকে ২ কেজি ২০০ ওজন রয়েছে সদ্যোজাতদের। তাদের বাবা-মায়ের বাড়ি বাঁকুড়া, হুগলি ও নদীয়ায়। একজনের বাড়ি ঝাড়গ্রামে। দুটি পরিবারের বাড়ি পূর্ব বর্ধমান জেলায়।

Link copied!