ভারতের গুজরাটে বজ্রপাতে মৃত্যু ২০

আন্তর্জাতিক ডেস্ক

নভেম্বর ২৭, ২০২৩, ০২:২১ পিএম

ভারতের গুজরাটে বজ্রপাতে মৃত্যু ২০

ছবি: সংগৃহীত

ভারতের গুজরাট রাজ্যের জরুরি পরিষেবা বিভাগের তরফ থেকে জানানো হয়েছে, রবিবার ( ২৬ নভেম্বর ) রাজ্যজুড়ে প্রবল বৃষ্টি হয়েছে। আর তখন সমানে বজ্রপাত হয়েছে। আর সেই সময় মৃত্যু হয়েছে ২০ জনের।

বজ্রপাতে দাহোদে চার, ভারুচে তিন, তাপিতে দুই এবং আহমেদাবাদ, আমরেলি, বনাসকান্থা, বাতোদ, খেড়া, মেহসানা, পাঁচমহল, সবরকান্থা, সুরাত, সুরেন্দ্রনগর ও দেবভূমি দ্বারকায় একজন করে মারা গেছেন।

আবহাওয়া অফিস জানিয়েছে, গুজরাটের সুরাত, সুরেন্দ্রনগর, খেড়া, তাপি, ভারুচ ও আমরেলিতে ১৬ ঘণ্টায় ৫০ থেকে ১১৭ মিলিমিটার বৃষ্টি হয়েছে। 

ভারতে বিভিন্ন  জায়গায় বজ্রপাত হয়ে অনেকের মৃত্যু হচ্ছে। সোমবার ( ২৭ নভেম্বর ) থেকে বৃষ্টির পরিমাণ কমবে বলে জানানো হয়েছে। 

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এক্সে (সাবেক টুইটার) লিখেছেন, “গুজরাটের বিভিন্ন জেলায় বজ্রপাত  হয়ে এতজনের মৃত্যু হওয়ায় আমি শোকার্ত। আমি মৃতের পরিবারকে সমবেদনা জানাচ্ছি। আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি। স্থানীয় প্রশাসন ত্রাণের কাজ করছে।”

Link copied!