ইফতারের আগে ইসরায়েলের হামলায় ২০ ফিলিস্তিনি নিহত

আন্তর্জাতিক ডেস্ক

মার্চ ১৫, ২০২৪, ১১:০৯ এএম

ইফতারের আগে ইসরায়েলের হামলায় ২০ ফিলিস্তিনি নিহত

ছবি: সংগৃহীত

ইফতারের আগে ত্রাণ নিতে গিয়ে গাজায় ইসরায়েলের হামলায় ২০ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন শতাধিক।

ফিলিস্তিনের স্থানীয় সময় বৃহস্পতিবার (১৪ মার্চ) বিকেলে ইফতারের আগে এ ঘটনা ঘটে। হেলিকপ্টার থেকে এ হামলা করা হয়েছে বলে জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা।

দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, হেলিকপ্টার থেকে করা এ হামলায় আহত ১৫৫ জনকে আল-শিফা হাসপাতালে নেওয়া হয়েছে। এছাড়া ২০ জনের মরদেহ রাখা হয়েছে সেই হাসপাতালে। নিহতের এই সংখ্যা আরও বাড়তে পারে।

এদিকে ফিলিস্তিনের পররাষ্ট্র মন্ত্রণালয় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে সারা বিশ্বকে ‘ধোঁকা’ দেওয়ার অভিযোগ করেছে। বলা হয়েছে, আগের বছরের তুলনায় এখন আর আল-আকসা মসজিদে মুসলিমদের প্রবেশাধিকারের ক্ষেত্রে নিষেধাজ্ঞা আনা হবে না।

নেতানিয়াহু উগ্র ডানপন্থী জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন-গভিরকে ফিলিস্তিনি মুসল্লিদের প্রবেশ ঠেকাতে পারমিট ইস্যু ও ব্যারিকেড নির্মাণসহ স্থলভাগে বিধিনিষেধ বাস্তবায়নের স্বাধীনতা দিচ্ছিলেন।

‘মুসলিমদের জন্য আল-আকসার প্রবেশদ্বার খোলা থাকবে’
ঘটনার প্রতিক্রিয়ায় ধর্মীয় নেতা শেখ ইকরিমা সাবরি বলেন, ‘ফিলিস্তিনের আল-আকসা মসজিদে মুসলিমদের প্রবেশাধিকারের ক্ষেত্রে ইসরায়েলের নিষেধাজ্ঞার পর এ বিষয়ে আর কোনো সমঝোতার সুযোগ নেই।’

তিনি আরও বলেন, ‘যতই বাধা আসুক, মুসলিমদের জন্য আল-আকসা মসজিদের প্রবেশদ্বার খোলা থাকবে।’

Link copied!